নারী ফুটবলারদের সঙ্গে সেলফি তুললেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৮, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১৫ ফাল্গুন ১৪২৯

কাতার বিশ্বকাপ চলাকালে দেশের আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছিল বাংলাদেশের নাম। সেজন্য আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এবং মহাতারকা লিওনেল মেসিও কৃতজ্ঞতা জানিয়েছিলেন। কিন্তু সেই কৃতজ্ঞতা এখনো দেখিয়ে চলেছে দেশটি।

মঙ্গলবার সকাল থেকেই বাফুফে ভবনে সাজ সাজ রব। উপলক্ষ্য বিকেলে বাফুফে ভবনে পা রাখবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তীতে দুপুর গড়িয়ে বিকেল হতেই ভবনের নিচে ফেডারেশনের কর্তারা একে একে জড়ো হতে থাকেন। পরবর্তীতে বিশ্বজয়ী দেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান তারা।

এ সময় বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে মন্ত্রীর সঙ্গে বাফুফে কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এরপরই অ-১৭ নারী ফুটবল দল লাল-সুবজে ভাগ হয়ে একটি প্রীতি ম্যাচে অংশ নেয়। বিশ মিনিটের ম্যাচটি গোলশুন্য ড্র হলেও বাফুফের আয়োজন ও মেয়েদের খেলা ঠিকই মনে ধরেছে আর্জেন্টাইন মন্ত্রীর। এরপরই ঘটে অবাক করা ঘটনা! মেয়েদের মেডেল প্রদানের পর সবাইকে মঞ্চে রেখে কয়েক কদম এগিয়ে মন্ত্রী নিজের মোবাইলে সেলফি নেন। মঞ্চে ওঠার সময়ও কয়েকবার ফ্রেমবন্দী করেন তিনি।

প্রীতি ম্যাচের আনুষ্ঠানিকতা শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। তার কণ্ঠেও রিভারপ্লেট কর্মকর্তার মতোই সুর, ‘এখানে এসে খুব ভালো লাগছে। অনেকটা নিজের ঘরের মতোই মনে হচ্ছে। সামনে আমাদের সম্পর্ক আরো বৃদ্ধি পাবে’।

এ সফর প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ। আমাদের ফুটবল উন্নয়ন নিয়ে কিছু কথা হয়েছে। ইতোমধ্যে একটা ক্লাব এসেছে তারা কাজ করছে। এটা মাত্র শুরু।

Share This Article


আফ্রিদির বিষয়ে কঠোর পিসিবি, খেলাবে না বাংলাদেশ সিরিজে

শ্রীলঙ্কা দলের নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা

এনজোর গোল ‘কেড়ে নিয়ে’ যা বললেন মেসি

ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি অপ্রতিরোধ্য কলম্বিয়া

কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকা ব্যর্থতায় ছাঁটাই প্যারাগুয়ে কোচ

দেশে আন্তর্জাতিক মানের ২০-২৫ জনের বাইরে ক্রিকেটার নেই: সাইফুদ্দিন

বিশ্বকাপ জয়ের পরের ম্যাচেই রাজাদের কাছে ভারতের আত্মসমর্পণ

দাবার কোর্টেই হার্ট অ্যাটাক, মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর

এমি মার্টিনেজের বীরত্বে সেমিতে আর্জেন্টিনা

টি-২০ অলরাউন্ডার র‍্যাংকিংয়ে বড় পরিবর্তন

কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষায় ব্রাজিল