পদ্মা সেতুতে চলতি মাসেই শুরু হবে রেলসংযোগ স্থাপনের কাজ: রেলমন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৩, শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৩১ আষাঢ় ১৪২৯

মুন্সীগঞ্জ প্রতিনিধি


রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, চলতি মাসেই পদ্মা সেতুর উপরে পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু করা যাবে। আগামীকাল শনিবার সেতু বিভাগের সাথে জরুরি সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

শুক্রবার দুপুরে তিনি মুন্সীগঞ্জের মাওয়া ও শ্রীনগর প্রান্তের পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।

২০২৩ সালের জুনের মধ্যে ভাঙ্গা অংশ পর্যন্ত কাজ শেষ করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্প অন্যতম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন প্রমুখ।

বিষয়ঃ উন্নয়ন

Share This Article