প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জে উৎসবের আমেজ
কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশিতঃ সকাল ১১:৩৩, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৪ ফাল্গুন ১৪২৯

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করবেন তিনি।
দুপুরে কামালপুরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে মধ্যাহ্নভোজের পর বিকেলে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন। সেখানে বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে হাওর অধ্যুষিত তিন উপজেলাসহ আশপাশের অঞ্চলগুলোতেও বইছে উৎসবের আমেজ। চারদিকে যেন সাজ সাজ রব। জোরেশোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সরেজমিন ঘুরে দেখা যায়, স্থানীয় হ্যালিপ্যাড মাঠে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। রাস্তা ধরে কিছুটা এগুলেই চোখে পড়বে সারি সারি তোরণ ও স্বাগত ব্যানার। নেতাকর্মীরাও যেন তুমুল ব্যস্ত, চলছে দফায় দফায় সভা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মিঠামইনবাসীও প্রস্তুত।