রমজানে স্বস্তি দিতে চিনির আমদানি শুল্ক প্রত্যাহার করলো সরকার

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:০১, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১৩ ফাল্গুন ১৪২৯

আসন্ন রমজানে নিরবচ্ছিন্ন চিনির সরবরাহ এবং দাম স্থিতিশীল রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে  রমজানে জনসাধারণকে স্বস্তি দিতে চিনির আমদানি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২৬ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

 

এতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শে জনস্বার্থে চিনি আমদানির ওপর আরোপিত শুল্ক থেকে অব্যাহতি দেয়া হলো। পাশাপাশি নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ মে পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, কয়েক মাস ধরেই দেশের চিনির বাজার অস্থির। তাই চিনির বাজারের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

Share This Article