জন্মদিনে উর্বশীর পোস্ট নিয়ে তোলপাড়

কোনো না কোনো কারণে লাইমলাইটে থাকেন বলিউড তারকা উর্বশী রাউতেলা। এবার জন্মদিনের পোস্ট দিয়ে আবারো লাইমলাইটে এসেছেন এই অভিনেত্রী। মাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর এই পোস্টের পরই শুরু হয় ব্যাপক তোলপাড়।
নিজের জন্মদিন উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। এই ভিডিওতে তাকে বাঞ্জি জাম্পিং করতে দেখা যাচ্ছে। সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘আমার জন্মদিনের শুভেচ্ছা কী হওয়া উচিত? দ্বিতীয় জন্মদিনের চেয়ে ভালো উপহার আর হতে পারে না। আজ, আমি আমার জীবন এবং এর সঙ্গে আসা সমস্ত কিছু উদযাপন করি। আমি আমার পরিবার, বন্ধু এবং আমার সমস্ত ভক্তদের কাছে কৃতজ্ঞ’।
উর্বশী রাউতেলার এই পোস্টটি সামনে আসতেই তাকে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের নামে ট্রোল করতে শুরু করেন অনেকে। একজন কমেন্টে লিখেছেন, ‘আমি নাসিম শাহের মন্তব্যের জন্য অপেক্ষা করছি’, অন্য একজন লিখেছেন, ‘আমাকে বিশ্বাস করুন, নাসিম শাহ অবশ্যই ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন।’
একই সঙ্গে আরেকজন বলেন, ‘নাসিম শাহের মেজাজ এমনিতেই খুব খারাপ, তিনি আজ ইচ্ছা করবেন না।’ এছাড়া কিছু ব্যবহারকারী ঋষভ পন্তের মন্তব্যের জন্যও অপেক্ষা করছেন।
নাসিম শাহকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন উর্বশী রাউতেলা। এ নিয়ে অভিনেত্রীর সঙ্গে হাত মিলিয়ে জবাব দেন এই ক্রিকেটার। এর আগে তিনি অভিনেত্রীকে চিনতেও অস্বীকার করেছিলেন। একই সময়ে, নাসিম ছাড়াও ঋষভ পন্তের সঙ্গেও উর্বশীর নাম জড়িয়েছিল।