‘বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, দেশকে আলোকিত করেছেন তার কন্যা’

  গোপালগঞ্জ সংবাদদাতা
  প্রকাশিতঃ বিকাল ০৩:৪২, শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২ ফাল্গুন ১৪২৯

বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে। রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২৫ ফেব্রুয়ারি গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, সাম্প্রদায়ীকতা, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, স্কুল পুড়িয়ে দেয়। এই আগুন সন্ত্রাসের মূল হোতাদের আর ক্ষমতায় আসতে দেয়া হবে না।

বিএনপি ক্ষমতায় গেলে জয় বাংলাকে মুছে দেবে উল্লেখ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন করতে জনগণ লাগে। বিএনপির সঙ্গে জনগণ নেই। তদের সঙ্গে পেট্রলবোমা আছে, অস্ত্র আছে, লাঠি আছে। তাদের থেকে সাবধান।

তিনি বলেন, দেশের মানুষ তাদের দুঃখের সময় আর কাউকে না পেলেও শেখ হাসিনাকে পায়। ভোট পাওয়ার জন্য অনেকই অনেক কথা বলেবে। কিন্তু শেখ হাসিনা ছাড়া কাউকে পাবে না।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা। আর তার কন্যা দিয়েছেন দেশের মানুষকে মুক্তি, দেশকে আলোকিত করেছেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা নারীদের অধিকার দিয়েছেন। আজকে বাবার নামের পাশাপশি মায়ের নামও থাকে, এটা করেছেন প্রধানমন্ত্রী। আজ নারীরা বিচারক হয়েছেন। ডিসি-এসপি হয়েছেন। নারীদের সকল ক্ষেত্রে সমান অধিকার দিয়েছেন শেখ হাসিনা।

শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা আছেন বলেই দেশের মানুষ ভালো আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে দ্রব্যমূল্যের দাম বেশি। যার প্রভাব আমাদের দেশেও পড়েছে। কিন্তু শেখ হাসিনা বেশি দামে কিনে এনে কম দামে দিচ্ছেন আপনাদের।

Share This Article


বানানীর সেতু ভবনে আন্দোলনকারীদের আগুন

২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত

শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে চায় সরকার : তথ্য প্রতিমন্ত্রী

কোটা আন্দোলনকারীরা আলোচনায় বসতে রাজি সরকার

কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল : ডিএমটিসিএল

আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র করছে: ডিবিপ্রধান

কোটা আন্দোলনের কর্মসূচি ঠিক করে দিচ্ছে বিএনপি-জামায়াত

ঢাবির হলে হলে ছাত্রলীগ নেতাদের কক্ষে ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা শুরু

ফাঁকা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

‘রাজাকারের স্লোগান’ নেতৃত্বদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চান পররাষ্ট্রমন্ত্রী

সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না: আইনমন্ত্রী