ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শক্ত অবস্থান

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৫৬, শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৩১ আষাঢ় ১৪২৯

ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 

বৃহস্পতিবার বাইডেন পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন দুই দেশের নেতারা। এর আগে বুধবার ইসরায়েলে পৌঁছান বাইডেন।

বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে একসঙ্গে কাজ করবে দুই দেশ। খবর আল-জাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো চার দিনের মধ্যপ্রাচ্য সফর করছেন জো বাইডেন। 

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে জাতীয় শক্তির সম্ভাব্য সব বিষয় ব্যবহার করবে ওয়াশিংটন। একই সঙ্গে চুক্তির শর্ত মেনে ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন বাইডেন।

ইয়ার লাপিদ বলেন, ইরানের হুমকির বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে। ইরানের ওপর বিশ্বশক্তি প্রয়োগের মাধ্যমেই দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন প্রতিহত করা সম্ভব হবে। অন্যদিকে বাইডেন বলেন, পারমাণবিক অস্ত্র অর্জনের পথ থেকে ইরানকে ফেরাতে সবচেয়ে ভালো কৌশল হতে পারে কূটনীতি।

বাইডেন-লাপিদের যৌথ বিবৃতিতে অঞ্চলটিতে শান্তি ফেরাতে দুই রাষ্ট্র গঠনকে সমর্থন পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন নীতি থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি বাইডেন।

Share This Article


ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সকে বেছে নিলেন ট্রাম্প

তেলের খনির সন্ধান পেল কুয়েত

যুক্তরাষ্ট্রের বিপজ্জনক সময়ে হামলা, বদলে যাবে নির্বাচনের চিত্র

ইমরান খানের দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার

দেশে দেশে কোটা ব্যবস্থা

আমি মারাও যেতে পারতাম: ট্রাম্প

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও ১৪১ ফিলিস্তিনি

প্রাণে বেঁচে ঈশ্বরের কাছে ট্রাম্পের কৃতজ্ঞতা প্রকাশ

যুক্তরাষ্ট্রে চলতি বছর ৩০২ বন্দুক হামলার ঘটনা

গাজায় গণহত্যার জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্র দায়ী: মাহমুদ আব্বাস

ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে: এফবিআই

পশ্চিমের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইংরেজির বিস্তার উত্তর কোরিয়ায়