মিথ্যা কথার রাজনীতিই বিএনপির আদর্শ: আইনমন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৪৯, শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২ ফাল্গুন ১৪২৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা আর হত্যার রাজনীতি। ক্ষমতায় আসার পর থেকেই হত্যার রাজনীতি শুরু করে দলটি। হত্যার রাজনীতির পর মিথ্যা কথার রাজনীতিই হলো বিএনপির রাজনৈতিক আদর্শ। ঠিক এরই ধারাবাহিকতায় ২০০১ সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রতিশোধ নেয়ার জন্য বাংলার জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে বিএনপি।

শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকায় সফরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে তিনি এসব কথা বলেন।

২০০৪ সালের ঘটনাকে স্মরণ করে দিয়ে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে হত্যা করার জন্য ১৯ বার চেষ্টা চালিয়েছে বিএনপি। আল্লাহর রহমতে প্রতিবারই শেখ হাসিনা হত্যার হাত থেকে বেঁচে যান। তাদের কবল থেকে আওয়ামী লীগের নেতাকর্মী, ভাই-বোন এমনকি পরিবারের কেউ বাদ পড়েনি।

তিনি আরও বলেন, বাংলার মানুষ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়নই দেখেনি, রাজনৈতিক শান্তিও দেখেছেন। আমরা ওই শান্তির রাজনীতি অব্যাহত রাখতে চাই। আমরা জনগণের কাছে জনগণের প্রাপ্য ভোটাধিকার পৌঁছে দিয়েছি, ইনশাআল্লাহ ২০২৪ সালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা আবারও প্রমাণ করব।

এ সময় উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share This Article


বদলি হতে পারেন ২৫০ জন ইউএনও এবং ৩২০ জন ওসি

২৪ ঘণ্টায় ৮ গাড়িতে আগুন

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত

ইতিহাস গড়ে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৭০০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, জাপানে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি

৬০০ টাকার বেশি দামে গরুর মাংস বিক্রি না করতে কড়া নির্দেশ

প্রধানমন্ত্রী নারীদের মর্যাদা সুনিশ্চিত করেছেন: পলক

সিনিয়র নেতাদের হারিয়ে ভাঙন আতঙ্কে বিএনপি

আগামীকাল ইসির সঙ্গে ইইউ’র ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক

আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

দেশের সব ইউএনওকে বদলির নির্দেশ ইসির