কানায় কানায় পূর্ণ প্রধানমন্ত্রীর জনসভাস্থল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৪০, শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২ ফাল্গুন ১৪২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষায় মিছিল স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভাস্থল। প্রধানমন্ত্রী সভাস্থলে প্রবেশের আগেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়েছে।

শনিবার দুপুর দেড়টায় প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা থাকলেও সকাল থেকেই কোটালীপাড়ার ভাঙ্গার হাটের টিটি উচ্চ বিদ্যালয় মাঠে ঢল নামে মানুষের। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে আশপাশের সব জেলা থেকে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। বাস, পিকআপ-লেগুনাসহ বিভিন্ন যানবাহনে করে এখনো জনসভায় আসছেন অনেকে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বলেন, আমাদের জনসভায় ২০ লাখ মানুষের সমাগম হবে। শুধু নেত্রীর কারণে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। এখন কানায় কানায় পূর্ণ মাঠ। মাঠের বাইরেও অবস্থান করছে অনেকে। প্রধানমন্ত্রী পৌঁছালে আরও মানুষের সমাগম হবে।

কোটালিপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, দীর্ঘ চার বছর পর আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের মাঝে আসছেন। তার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।ইতোমধ্যে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী আছেন বলেই আমাদের কোটালীপাড়ায় এত উন্নয়ন হয়েছে। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। আগামী নির্বাচনে তাকে আমরা বিপুল ভোটে জয়ী করব।

প্রসঙ্গত, দীর্ঘ সাড়ে চার বছর পর নিজ নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৮ সালে শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রেখেছিলেন তিনি।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article