জাতিসংঘে ভোটে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ রাশিয়ার

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৩৬, শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২ ফাল্গুন ১৪২৯

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

২৪ ফেব্রুয়ারি এক টুইট বার্তায় রাশিয়ান দূতাবাস জানায় ‘ভোটদানে বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।’

এর আগে, ২৩ ফেব্রুয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে ‘জাতিসংঘ নীতির অন্তর্নিহিত তাৎপর্য অনুযায়ী ইউক্রেনে একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা’ শীর্ষক রেজুলেশন গ্রহণ করা হয়।। এর পক্ষে ভোট পড়ে ১৪১টি, বিপক্ষে সাতটি এবং ভোটদানে বিরত ছিল ৩২টি দেশ।

আরো পড়ুন: জাতিসংঘের প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ–চীন–ভারতসহ আরো যেসব দেশ

দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ভোটদানে বিরত থাকে। অন্য দিকে নেপাল, ভুটান, আফগানিস্তান ও মালদ্বীপ পক্ষে ভোট দেয়।

প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বেলারুশ, সিরিয়া, উত্তর কোরিয়া, মালি, ইরিত্রিয়া এবং রাশিয়া।

এর আগে, ইউক্রেন যুদ্ধ নিয়ে আনা পাঁচটি রেজুলেশনের মধ্যে দুটিতে পক্ষে ভোট দেয় বাংলাদেশ এবং তিনটিতে ভোট দানে বিরত থাকে।

Share This Article