নতুন মার্কিন নিষেধাজ্ঞায় রুশ মন্ত্রী-নেতারা

রাশিয়ার মন্ত্রী, আঞ্চলিক নেতা ও তিনটি পারমাণবিক অস্ত্র প্রতিষ্ঠানসহ ৬০ জনেরও বেশি শীর্ষ রুশ কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
২৪ ফেব্রুয়ারি এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ইউক্রেন থেকে শস্য চুরির সাথে জড়িত একজন রুশ নাগরিক এবং আগ্রাসনের প্রথম দিকে রুশ সেনাদের দখল করা ইউক্রেনের প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তদারকিকারী কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর বাইরে অঅন্যান্য রুশ সামরিক বাহিনীর এক হাজার ২০০ এর বেশি সদস্যের উপর মার্কিন ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে অভিযুক্ত তিনজন সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ইউক্রেনে হামলার এক বছর পূর্তিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন, নতুন নিষেধাজ্ঞা তারই অংশ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, “আমরা ইউক্রেনের জনগণকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।