‘তারেক ক্ষমতায় এলে ভাতার টাকা মেরে হাওয়া ভবনে পালাবে’

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৪৪, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১ ফাল্গুন ১৪২৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারেক রহমান ক্ষমতায় এলে উপকারভোগীদের ভাতা এবং ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের জমানো টাকা কেড়ে নিয়ে হাওয়া ভবনে পালাবে।

২৪ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আওতায় উপকারভোগীদের নিয়ে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃতকালীন ভাতা, স্বামী পরিত্যক্তা নারীদের ভাতাসহ ২২ ধরনের ভাতা চালু করেছে। এর বাইরে ভিজিডির মাধ্যমে চাল দেওয়া হয়। ৫০ টাকার চাল ৩০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়। এ ছাড়াও সারা দেশের এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সেই কার্ড দিয়ে তারা স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন। আগের সরকারের সময় এভাবে পণ্য বিতরণ করা হতো না। এসব ভাতা দেওয়া হতো না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পাঁচ হাজার কমিউনিটি ক্লিনিক করেছিল। খালেদা জিয়া আসার পর সব বন্ধ করে দেয়। ঠিক তেমনি আগামী নির্বাচনে যদি অন্য সরকার আসে তাহলে সব ধরনের ভাতা বন্ধ হয়ে যাবে। আমাদের সরকার যদি আবারও ক্ষমতায় আসে তাহলে আরও বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসা হবে।

Share This Article


কোটা আন্দোলনের পেছনে মতলবি মহল: ওবায়দুল কাদের

দুইজন নিহতের অসত্য দাবি যুক্তরাষ্ট্রের, কড়া প্রতিবাদ বাংলাদেশের

সর্বোচ্চ বিদ্যাপীঠে স্বঘোষিত ‘রাজাকার,’ কেমন মেধাবী তারা?

কোটা আন্দোলনে বিএনপির অর্থায়ন, সারা দেশে শিবিরের শক্ত নেটওয়ার্ক

কোটাব্যবস্থা নিয়ে প্রচারপত্র দিলেন ছাত্রলীগের শীর্ষ নেতারা

যারা ‘আমি রাজাকার’ স্লোগান দিচ্ছেন, তাদের শেষ দেখিয়ে ছাড়বো: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে: কাদের

রাজাকার পরিচয় বহনকারীদের বাংলা ছাড়ার দাবি সারাদেশে

দেশে দেশে কোটা ব্যবস্থা

দেশের সর্বোচ্চ বিদ্যাপিটের ছাত্রদের মেধার এতো অধঃপতন!

শিক্ষার্থী আন্দোলন ফায়দা লোটার আত্মঘাতী কৌশল

যুক্তরাজ্যে থাকতে হলে রাজনীতি ছাড়তে হবে তারেককে!