ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধে চীনের ১২ দফা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি আজ। এ উপলক্ষে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। সেই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার অনুরোধও জানিয়েছে তারা। এর ফলে যুদ্ধ বন্ধে দেওয়া ১২ দফা প্রস্তাবের অংশ হিসেবে শান্তি আলোচনার পথ প্রশস্ত হবে বলে মনে করছে দেশটি।
সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে আজ শুক্রবার এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আজ সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পরিকল্পনা প্রকাশ করে। সেই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার অবসান, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর স্থাপনের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া খাদ্যের মূল্যবৃদ্ধি মোকাবিলায় শস্য রপ্তানি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সব পক্ষকে অবশ্যই যুক্তিসংগত এবং সংযত হতে হবে, উত্তেজনা বাড়ানো থেকে সরে আসতে হবে। সংকট যেন আরও অবনতির দিকে এবং নিয়ন্ত্রণে বাইরে চলে না যায়, তা লক্ষ রাখতে হবে।