বিমানের টয়লেটে মিলল ৪০ সোনার বার

- সোনার বার আয়নার পেছনে স্কচটেপে মোড়ানো ছিল
- যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টয়লেট থেকে ৪০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা যায়।
বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাসকট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। ফ্ল্যাটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় এসেছিল। পরে শাহজালাল বিমানবন্দরে নেমে যান সব যাত্রী। তবে ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ জানতে পারে বিমানের সেই ফ্লাইটটিতে অবৈধভাবে সোনার বার আনা হয়েছে।
একপর্যায়ে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা অভিযান চালায় কাস্টমস কর্তৃপক্ষ। এতে নেতৃত্ব দেন উপকমিশনার (এয়ারফ্রেইট) ইসরাত জাহান রুমা ও উপ-কমিশনার (প্রিভেন্টিভ) সৈয়দ মোকাদ্দেস হোসেন। পরে বিমানের টয়লেটে থাকা আয়নার পেছনে কৌশলে লুকিয়ে রাখা ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। এসব সোনার বার আয়নার পেছনে স্কচটেপে মোড়ানো ছিল। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।