বগুড়ায় বাসচাপায় অটোচালকসহ নিহত ৪
জেলা সংবাদদাতা
প্রকাশিতঃ দুপুর ০২:৪৭, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০ ফাল্গুন ১৪২৯

ছবি: সংগৃহীত
বগুড়ার শাহজাহানপুরে বাসচাপায় অটোচালকসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জেলার গাবতলী উপজেলার কদমতলীর বাসিন্দা অটোচালক হযরত আলী (৫০) ও অটোযাত্রী ধুনটের বেড়েরবাড়ীর বাসিন্দা নুরনবী বাদশা (৬০)। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
কৈগাড়ী ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্বাস আলী বলেন, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল একটি বাস। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ধুনট উপজেলায় যাচ্ছিল। শাহজাহানপুরের সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে পৌঁছালে অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই চালকসহ চারজন নিহত হন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।