সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী নিয়োগে নিবন্ধন শুরু

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৪৫, বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯ ফাল্গুন ১৪২৯

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী নিয়োগে অনলাইন নিবন্ধন বা রেজিস্ট্রেশনের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন আগ্রহীরা।

গত ১৬ ফেব্রুয়ারি বোয়েসেল নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোরীয় ভাষা পারদর্শী বাংলাদেশিদের ইপিএসের (এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম) আওতায় কর্মী নেবে কোরিয়া।

বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইপিএসের আওতায় ই-৯ ভিসায় স্বল্প খরচে উচ্চ বেতনে 3D(dirty, difficult, dangerous) কাজে দক্ষিণ কোরিয়া যেতে চাইলে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন আবশ্যক। চলতি বছরের নির্ধারিত কোটা পূরণের লক্ষ্যে কোরীয় ভাষায় পারদর্শীদের চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।

দক্ষিণ কোরিয়ায় শিল্পখাতে প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি কর্মী সরকারিভাবে যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত বছরের শেষ নাগাদ প্রায় ৫ হাজার ২০০ বাংলাদেশি কর্মী কোরিয়ায় যাওয়া সুযোগ পেয়েছেন। এ বছর এই সংখ্যা আরও বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া।

Share This Article