বঙ্গবন্ধু রেলসেতুর মেশিনারি এলো মোংলা বন্দরে

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১৮, বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯ ফাল্গুন ১৪২৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে ব্রিজের স্টীল মেশিনারি পাইপ মোংলা বন্দরে এসে পৌঁছেছে।  মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বন্দরের ৮ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী ‘এমভি জুপিটার’ জাহাজে এই পণ্য আসে।

 

বিদেশি ওই জাহাজের শিপিং এজেন্ট ‘হক এন্ড শিপিং’ এজেন্টের খুলনার ব্যবস্থাপক শতকত আলী এই তথ্য জানিয়ে বলেন, এই জাহাজে ৩১৩২ দশমিক মেট্রিকটন স্টীল পাইপ এসেছে। গত ১৩ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে আসা এই পাইপ খালাস শেষে আগামী ২৪ ফেব্রুয়ারি নৌ পথে সিরাজগঞ্জে নির্মানাধীণ বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে এই ব্রিজের জন্য গত ২২ জানুয়ারি ৩৩৫৩ দশমিক ৩৮৯ মেট্রিকটন স্টীল পাইপ নিয়ে মোংলা বন্দরে আসে ‘এমভি কুই ইয়া শান’ জাহাজ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘রামাপাল বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের মালামালসহ দেশের চলমান সব মেগা প্রকল্পের মালামাল অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দরে খালাস হচ্ছে। এতেই প্রমাণ হয় এই বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে এ বন্দর ব্যবহারে আরও আগ্রহী হবেন ব্যবসায়ীরা’।

বন্দরের আসা বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের স্টীল পাইপও দ্রুত খালাস করা হবে বলেও জানান তিনি।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article