প্রত্যেকটা মানুষকে উদ্যোক্তায় পরিণত করা বর্তমান সরকারের লক্ষ্য: মৎস্য ও প্রানসিম্পদ মন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫৫, সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭ ফাল্গুন ১৪২৯

মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের প্রত্যেকটা মানুষকে কর্মক্ষম করে তাদেরকে উদ্যোক্তায় পরিণত করা বর্তমান সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী চান একজন মানুষও বেকার থাকবে না, প্রত্যেকে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, যেন উদ্যোক্তা হতে পারে। এই পৃষ্ঠপোষকতা দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করতে চাচ্ছি।

 

মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশের কোথাও ক্ষুধা, দারিদ্র থাকবে না, বৈষম্য থাকবে না, খাবারের অভাব থাকবে না। সেজন্য আমরা বিভিন্ন পর্যায়ের কাজ করছি। এক ইঞ্চি জমি যাতে পড়ে না থাকে, ফসল চাষ করতে হবে। প্রয়োজনে সবজি চাষ করতে হবে।

মৎস্য অধিদপ্তরের অধীন সাসটেইনঅ্যাবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পনেন্ট থ্রি কমিউনিটি ট্রান্সফর্মেশন যুব উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পিরোজপুর সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে রোববার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের মৎস অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান। অনুষ্ঠানের আগে প্রধান অতিথি ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান হিসেবে শতাধিক জেলেদের মাঝে বকনা বাছুর, বৈধ জাল এবং ৪০ টি ছাগল বিতরণ করেন।

Share This Article