যুদ্ধ বন্ধে চীনের সহায়তা চান জেলনস্কি
প্রকাশিতঃ দুপুর ১২:১৮, বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৩১ শ্রাবণ

চীনের সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি রাশিয়ার সাথে যুদ্ধের ইতি টানতে চীনের সাহায্য চাচ্ছেন এবং এ বিষয়ে তিনি সরাসরি শি জিন পিংয়ের সাথে কথা বলার সুযোগ খুঁজছেন।
এসসিএমপিতে দেওয়া এক সাক্ষাতকারে জেলনস্কি তার কথায় তুলে ধরেন, মূলত রাশিয়াতে ছড়িয়ে পরা চীনের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে রুশদের সাথে চলমান যুদ্ধের ইতি টানতে চান তিনি।
সাক্ষাতকারে জেলনস্কি বলেন, চীন খুব শক্তিশালী একটি রাষ্ট্র। যার শক্তিশালী অর্থনীতি আছে। সুতরাং তাদের পক্ষে রাশিয়াকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে প্রভাবিত করা সম্ভব। এছাড়াও দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
বিষয়ঃ