দেশে রেমিট্যান্স না পাঠাতে প্রবাসে প্রচারণা !

বর্তমানে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা বিরাজ করছে। করোনার প্রকোপ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এই অস্থিরতা তৈরি হয়েছে। আর এই সঙ্কটকে এখন কাজে লাগিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি রাজনৈতিক মহল ও দুষ্ট চক্র।
দেশে বর্তমান সঙ্কটের মধ্যে প্রধান আশার আলো রেমিট্যান্স। সেই রেমিট্যান্স যেন বাংলাদেশে না আসে এজন্য সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে অপপ্রচার চালাচ্ছে ওই মহলটি।
অন্যদিকে দেশে ব্যাংকি চ্যানেলে টাকা পাঠালে তা প্রবাসীদের পরিবার পাবে না, সরকার আত্মসাৎ করে নেবে, কারণ সরকারের এখন টাকা নেই এমন গুজব ছড়াচ্ছে একটি চক্র। এভাবে অপপ্রচার ও গুজব ছড়িয়ে দেশকে বাস্তবিক অর্থেই সঙ্কটে ফেলার চেষ্টা চলছে।
হুন্ডি ব্যবসায়ী দুষ্ট চক্র প্রবাসীদের বলছে, তাদের উপার্জিত অর্থ হুন্ডির মাধ্যমে পাঠালে তাদের পরিবার-পরিজন তা পাবে। এমনকি দেশগুলোতে বসবাসরত প্রবাসীরা যেন বাংলাদেশে টাকা না পাঠান সেজন্যও তাদের বিভিন্নভাবে প্ররোচণা দিয়ে বিভ্রান্ত করছে একটি রাজনৈতিক মহল।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে জামায়াতে ইসলামী ও সমমনাদের শক্ত অবস্থান আছে। দলটির বহু নেতা-কর্মী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। এসব অপপ্রচার ও গুজবের পেছনে তাদের হাত রয়েছে। এমন অপপ্রচার ও গুজবের প্রভাব পড়ছে রেমিট্যান্স।