আজ রাতে তাইওয়ানের চারপাশে মহড়া দেবে চীন, পরীক্ষা করবে মিসাইলও

চীনের পিপল'স লিবারেশন আর্মি'র (পিএলএ) পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ড এ যৌথ মহড়া পরিচালনা করবে।
ন্যান্সি পেলোসি'র তাইওয়ান সফরকে 'অতিমাত্রায় বিপজ্জনক' হিসেবে অভিহিত করে চীন মঙ্গলবার (২ আগস্ট) রাত থেকে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া করার ঘোষণা দিয়েছে।
এ মহড়ায় থাকবে তাইওয়ান প্রণালীতে দূরপাল্লার আর্টিলারি নিক্ষেপ ও কনভেনশনাল মিসাইল পরীক্ষা।
চীনের পিপল'স লিবারেশন আর্মি'র (পিএলএ) পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ড এ যৌথ মহড়া পরিচালনা করবে। সঙ্গে থাকবে মেরিটাইম ও বিমানবাহিনীর অনুশীলন। এসব অনুশীলন করা হবে দ্বীপটির উত্তর, দক্ষিণ-পশ্চিম, ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে।
অন্যদিকে কনভেনশনাল মিসাইল টেস্ট করা হবে তাইওয়ানের পূর্বাঞ্চলের সাগরে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে গ্লোবাল টাইমস।
মঙ্গলবার তাইপেতে ন্যান্সি পেলোসি অবতরণ করার পরপরই এ ঘোষণা দেয় চীন।
গত কয়েকদিন ধরে পিএলএ অনেকগুলো লাইভ-ফায়ার মহড়া পরিচালনা করেছে।
বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে এটি দখল করে নেবে বলেও ইঙ্গিত দিয়েছে চীন।
তবে তাইওয়ান কখনো চীনের এ দাবি মেনে নেয়নি। নিজেদের স্বায়ত্তশাসন সমুন্নত রাখার কথা জানিয়েছে এটি।