আমি দেশবিরোধী নই, ছবি বয়কট করবেন না: আমির খান

‘ভারতজুড়ে বাড়ছে অসহনীয়তা’- বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের পুরনো এই মন্তব্য ঘিরে নতুন করে সরব আমজনতা। টুইটারে ‘রে রে’ করে উঠেছেন অনেকে। আমির তার দেশকে ভালবাসেন না- এ অভিযোগে ‘লাল সিং চাড্ডা’ বয়কটের দাবিতে সোচ্চার হয়েছেন তারা।
পরিস্থিতি স্বাভাবিক করতে মাঠে নেমেছেন ‘লগান’-এর ‘ভুবন’। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আমিরকে প্রশ্ন করা হয়- তার মন্তব্য নিয়ে যে ঘৃণা ও কটাক্ষের পরিবেশ তৈরি হয়েছে, এ নিয়ে কী মত?
উত্তরে ‘থ্রি ইডিয়টস’ তারকা বলেন, ‘আমি দেশবিরোধী নই, দয়া করে আমার ছবি বয়কট করবেন না। যারা বলছেন বা মনে মনে বিশ্বাস করতে শুরু করেছেন, আমি দেশকে ভালোবাসি না- তারা ভুল ভাবছেন। এটা সত্যি নয়। আমার মন্তব্য কাউকে আঘাত করে থাকলে আমি দুঃখিত।’
অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ আগামী ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা। ছবিতে আমির খানের সঙ্গে পর্দা ভাগ করেছেন কারিনা কাপুর খান, নাগা চৈতন্য ও মোনা সিংহ।
ভারতের প্রায় ১০০টি লোকেশনে হয়েছে ‘লাল সিং চাড্ডা’র শুটিং। তুরস্কেও সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে। আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছে ভায়াকম।