যেভাবে বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলছে বাংলাদেশ!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৪৪, সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ২৩ মাঘ ১৪২৯
  • আমেরিকা ও রাশিয়া বাংলাদেশকে নিয়ে প্রকাশ্যে বিবাদেও জড়িয়েছে
  • কূটনৈতিক খেলায় বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানে
  • সব দেশই সমীহ করছে বাংলাদেশকে। 
  • একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশে আসছেন 

স্বাধীনতা লাভের পরের কয়েক দশক বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রাকৃতিক দুর্যোগ, সামরিক অভ্যুত্থান, রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতির মতো নেতিবাচক সংবাদের মাধ্যমে পরিচিতি লাভ করে। তখন পৃথিবীর মনোযোগ আকর্ষণ না করলেও গত দেড় দশকে অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি ও জীবন মানের উন্নয়নের কারণে কোনো না কোনোভাবে আলোচনায় উঠে আসছে বাংলাদেশ।

বাংলাদেশ সফরে আসছেন বিশ্ব রাজনীতির মোড়ল দেশের নেতা থেকে আঞ্চলিক শক্তিধর দেশের নেতারাও। এরই মধ্যে ৪ ফেব্রুয়ারি ঢাকায় আসেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল। তার সফরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুততর করার বিষয়ে আলোচনা হয়।  

এছাড়া বেলজিয়ামের রানী মাটিল্ডা তিন দিনের সফরে ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেন।  জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ‘অ্যাডভোকেটের’ হিসেবে রানী বাংলাদেশ সফর করেন।

৯ জানুয়ারি সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং। এ সময়ে চীন-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈঠক করেন।

গত ১৪ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। সফরকালে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দের সাথে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তিনি।

তারও আগে গত ৮ জানুয়ারি চার দিনের সফরে বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এইলেন লবাখ। এছাড়া গত ২২ জানুয়ারি ঢাকা সফর করেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।

এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের বিশেষ উপদেষ্টা ডেরেক শোলে চলতি মাসেই ঢাকায় আসছেন। শোলে ঢাকা আসার আগে  গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক মার্কিন ডেপুটি এসিস্ট্যান্ট সেক্রেটারি কারা ম্যাকডোনাল্ড বাংলাদেশ সফর করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ১৪ ফেব্রুয়ারি ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রাও। দ্বিপক্ষীয় বৈঠকে কোয়াত্রা প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এর কিছু দিন আগে এডিবির উর্ধতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করে যান। ওআইসির কর্মকর্তারাও বাংলাদেশ সফর করেন।

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক মহামারি ও মন্দা মোকাবিলা শেষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সংকটকালীন সময়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকায় বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতার যে প্রকাশ ঘটেছে, তাতেই বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে।

এছাড়া ক্ষমতার হাতবদল ও রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও গত কয়েক দশকে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যে অগ্রগতি সাধন করেছে, তা আন্তর্জাতিক অঙ্গণে মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে।

সর্বোপরি রয়েছে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ ভূ-রাজনৈতিকভাবে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। বাংলাদেশ রয়েছে যুক্তরাষ্ট্র ঘোষিত 'ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি'র ইন্দো প্যাসিফিকঅঞ্চলের কেন্দ্রস্থলে। এই অঞ্চলের গুরুত্বায়ন বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধি করেছে।

ফলে বাংলাদেশকে নিয়ে আগ্রহ বাড়ছে পরাশক্তিগুলোর। সম্প্রতি বিশ্বের প্রধান দুই শক্তি আমেরিকা ও রাশিয়া বাংলাদেশকে নিয়ে প্রকাশ্যে বিবাদেও জড়িয়েছে। কিন্তু কূটনৈতিক খেলায় বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের ফলেই সব দেশই সমীহ করছে। ফলে একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশে আসছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।

Share This Article


যেভাবেই হোক স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করবো: স্বাস্থ্যমন্ত্রী

সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিলো সরকার

যে কারণে জাহাজে করে দেশে ফিরতে চান না ২ নাবিক

ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন খালেদা জিয়া: শেখ হাসিনা

কেউ মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আগামী সপ্তাহে থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৯৬ হাজার শিক্ষক নিয়োগ: আবেদন যেভাবে

গরম নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

‘৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল’

গরমে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর