টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের দুয়ারে অনেকখানি এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের লক্ষ্য বাংলাদেশের। আর এই উদ্দেশ্যেই আজ মাঠে নামছে টাইগাররা।
এরই মধ্যে দ্বিতীয় ওয়ানডের টস হয়ে গিয়েছে। এই ম্যাচের শুরুতেই ভাগ্য সঙ্গ দিয়েছে বাংলাদেশের। টসে জিতেছেন অধিনায়ক তামিম ইকবাল। টস জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
এছাড়াও একাদশে পরিবর্তন আনা হয়েছে। পেস বোলার তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন।
এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বিধ্বস্ত হলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। একদিনের ফরম্যাটে ফিরেই স্বরুপে দেখা মিলেছে টাইগারদের। সিরিজ জয়ের লক্ষ্যে তামিম ইকবালরা দ্বিতীয় ম্যাচে মাঠে নামছেন।
এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিবে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, এই মাঠে খেলা আগের চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। তাই আজও জয়ের জন্যই মাঠে নামবে তামিম-আফিফরা।