ঢাকায় আসছেন মালয়েশিয়ার মন্ত্রী, সহজ হচ্ছে কর্মী নিয়োগ প্রক্রিয়া!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:০৬, শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ২১ মাঘ ১৪২৯
  • মালেয়শিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়া আরো স্বচ্ছ ও দ্রুতত করা।
  • বাংলাদেশিদের পুনর্নমাঙ্কন কর্মসূচির আওতায় সহজ শর্তে বৈধ করা অনুরোধ।
  • নিয়ম ও ব্যয় কমানোর প্রস্তাব।

২১ ঘণ্টার সফরে ৪ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল। মালেয়শিয়ার নতুন সরকার গঠনের পর এটিই তার মন্ত্রী পর্যায়ের প্রথম সফর ।

জানা গেছে, এই সফরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া আরো স্বচ্ছ ও দ্রুততর করতে আলোচনা হবে। মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের বিষয়ে বিদ্যমান চুক্তি পর্যালোচনা ও হালনাগাদ করার বিষয়ে প্রস্তাবও দিতে পারে বাংলাদেশ।

সূত্রমতে, ঢাকায় পৌঁছার পর জনশক্তি প্রেরণকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া এই সফরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন,আশা করি এই সফর বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে গতি আনবে। আলোচনার মাধ্যমে কম খরচে মালয়েশিয়ায় জনবল নিয়োগ প্রক্রিয়া সহজ করতে চায় বাংলাদেশ।

এর আগে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোঃ গোলাম সারওয়ার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। হাইকমিশনার  মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশটিতে অনথিভুক্ত বাংলাদেশিদের পুনর্নমাঙ্কন কর্মসূচির আওতায় সহজ শর্তে বৈধ করার জন্য অনুরোধ করেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীও হাইকমিশনারকে আশ্বস্ত করেন যে তারা বিষয়টি দেখবেন।

খাত বিশেষজ্ঞরা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর, তাই এটি উভয় দেশের জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।এই সফরে বাংলাদেশের কর্মী নিয়োগ প্রক্রিয়া আরো সহজ হবে বলেও আশা করছেন তারা।

Share This Article


পাটশিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে : নানক

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

র‌্যাবের ১২তম মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম

প্রচণ্ড গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সতর্ক থাকার পরামর্শ

প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাচ্ছেন আজ

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন করা হয়েছে : প্রধানমন্ত্রী

পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: পাটমন্ত্রী

মিয়ানমারের নৌ জাহাজে ফিরছেন ১৭৩ বাংলাদেশি

বান্দরবানের তিন উপজেলার ভোট স্থগিত