বিশ্ব শান্তির ক্ষেত্রে বাংলাদেশের প্রশংসায় মার্কিন সিনেটর
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ১২:০৮, শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ২১ মাঘ ১৪২৯

৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সাথে বৈঠকের সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বিশ্বে শান্তি বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন ইউএস সিনেটর রজার মার্শাল।
বৈঠকে রজার মার্শাল বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা, স্বাস্থ্যসেবা খাতে অগ্রগতি, দুর্যোগ ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন এবং দক্ষ কোভিড-১৯ ব্যবস্থাপনার কথা উল্লেখ করে এর ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক সাফল্যের প্রশংসার পাশাপাশি সিনেটর রজার মার্শাল পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সাথে এগিয়ে চলতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার প্রতিও গুরুত্বারোপ করেন।