মুজিব কর্নার থেকে বঙ্গবন্ধুকে জানবে নতুন প্রজন্ম

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৮, শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২০ মাঘ ১৪২৯

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি। তাই মুজিব কর্নারে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। 

সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের পাঠক বান্ধব মুজিব কর্নার স্থাপন করা হয়েছে।

এই মুজিব কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের ছবি স্থান পেয়েছে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত সড়ক, মহাসড়ক ও ব্রিজের দুর্লভ আলোকচিত্র রয়েছে এখানে। বঙ্গবন্ধুর সময়ে পুর্নবাসিত সড়ক ও ব্রিজের ছবি এবং বর্ণনা উপস্থাপন রাখা হয়েছে দৃষ্টিনন্দন এই মুজিব কর্নারে। এখানে সড়ক বিভাগের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত বঙ্গবন্ধুর বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়ালে দেয়ালে তুলে ধরা হয়েছে।

মুজিব কর্নারটিতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে রচিত বই, ছবি, বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ বক্তব্যের ব্যানার, আসবাবপত্র ও ফুল দিয়ে বর্ণিলভাবে সাজানো হয়েছে। এখানে বসে মরেনারম পরিবেশে বই পড়ার ব্যবস্থা রাখা হয়েছে। সেই সাথে রাখা হয়েছে পরিদর্শণ বই। পরিদর্শণকারীরা এখানে এসে বই পড়েন। বঙ্গবন্ধুর স্মৃতির সাথে একাকার হয়ে যান। পরে পাঠকরা এথানে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু সম্পর্কে জানান দিতেই আমরা মুজিব কর্নার স্থাপন করেছি। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি। তাই মুজিব কর্নারে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। 
 

Share This Article


যেভাবেই হোক স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করবো: স্বাস্থ্যমন্ত্রী

সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিলো সরকার

যে কারণে জাহাজে করে দেশে ফিরতে চান না ২ নাবিক

ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন খালেদা জিয়া: শেখ হাসিনা

কেউ মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আগামী সপ্তাহে থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৯৬ হাজার শিক্ষক নিয়োগ: আবেদন যেভাবে

গরম নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

‘৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল’

গরমে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর