বিএনপির যুগপৎ আন্দোলন:সময় না পেরুতেই বেকায়দায় আন্দোলনের সঙ্গীরা!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৫১, শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২০ মাঘ ১৪২৯
  • ঘন ঘন কর্মসূচি আসায় আর্থিক সংকট তাল মেলাতে না পারা।
  • আশানুরূপ জনসমাগম না হওয়া।
  • সমালোচকদের উপহাসের শিকার।
     

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দাবিতে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে নেমেছে সরকারবিরোধী দলগুলো। ১০ ডিসেম্বর ১০ দফা,  ২৪ ডিসেম্বর ৯ বিভাগীয় শহরে এবং ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের মাধ্যমে আন্দোলনের এ ধারা শুরু হয়।তবে সরকার পতনের এই আন্দোলনে ধীরে ধীরে রাজপথে নিজেদের সর্বোচ্চ শক্তির জানান দেওয়ার পরিকল্পনা থাকলেও আন্দোলন শুরুর এক মাস যেতে না যেতেই বেকায়দায় পড়েছে যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।

জানা যায় ,ঘন ঘন কর্মসূচি আসায় আর্থিক সংকটের কারণে তার সাথে তাল মেলাতে পারছে না ছোট দল ও সংগঠনগুলো। ফলে আন্দোলন-সংগ্রামে আশানুরূপ জনসমাগম ঘটাতে না পারায় উপহাসের শিকার হচ্ছেন তারা।

সূত্রমতে বিএনপির নেতৃত্বাধীন জোটে থাকার সময়ে বিএনপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করলে শরিক দলের নেতারা উপস্থিত হয়ে বক্তব্য দিয়ে চলে আসতো। কিন্তু যুগপৎ আন্দোলন করতে গিয়ে আলাদা করে শরিকদের প্রোগ্রামের আয়োজন করতে হচ্ছে, যেখানে নিজেদের খরচে নেতাকর্মীদের আনতে হচ্ছে। আবার বিএনপির সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রায় প্রত্যেক সপ্তাহে প্রোগ্রামও রাখতে হচ্ছে। যার ফলে ছোট-ছোট জোটগুলোকে বেশ আর্থিক সংকটে পড়তে হচ্ছে।

এদিকে বিএনপির ১২ দলীয় জোটের ৬টি দলের কোনো সাংগঠনিক শক্তি নেই। বাকি যে ৬টি দল আছে, তাদেরও অবস্থা খুব বেশি ভালো না। ফলে, নামে ১২ দলীয় জোট হলেও মূলত ৬ দলকে সবকিছু করতে হচ্ছে। আরেক জোটসঙ্গী ‘জাতীয়তাবাদী সমমনা জোট’। ১১টি দল নিয়ে গঠিত জোটের শরিকরাও বিলুপ্ত হওয়া বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ছিল।

বিশ্লেষকরা বলছেন, ছোট ছোট এসব দলগুলো গঠিত হয় মূলত নির্বাচনের সময় নানান ফায়দা আদায় করতে। কিন্তু সত্যিকারের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার কোন যোগ্যতাই নেই এসব দলের। ফলে আন্দোলনের এই জোট কাগজে কলমে বৃহৎ হলেও মূল কাজটি করতে হচ্ছে বিএনপিকেই। ফলে যুগপৎ আন্দোলনে স্বাভাবিকভাবেই ভাটা পড়েছে।

বিষয়ঃ বিএনপি

Share This Article

‘প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা’

মার্কিন হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান-পাকিস্তানের

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে পাকিস্তানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

পাটশিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে : নানক

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা

উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভ

রাশিয়ায় দুর্নীতির অভিযোগে উপপ্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তার

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!

উত্তপ্ত মধুখালী: বহিরাগতদের আনাগোনা, পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে কারা?


গাজীপুরে মহাসড়কের পাশে মৃত হাতি

প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাচ্ছেন আজ

বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন করা হয়েছে : প্রধানমন্ত্রী

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে আজ

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৪ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ

যু‌দ্ধের টাকা জলবায়ু পরিবর্তনে ব্যয় হ‌লে বিশ্ব রক্ষা পে‌তো: প্রধানমন্ত্রী

পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট

বুধবার থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হচ্ছে ৫ চুক্তি

রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি: ২ নারীসহ রিমান্ডে ৭

বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, ক‌মি‌টি গঠন

জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি