রপ্তানি আয়ে চমক, জানুয়ারিতে এলো ৫ বিলিয়ন ডলার

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০১, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১৯ মাঘ ১৪২৯

চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি সাত মাসে রপ্তানি আয় এলো ৩২ দশমিক ৪৪৭ বিলিয়ন ডলার। এই আয় আগের বছরের একই মাসের ৪৮৫ কোটি ডলারের চেয়ে ৫ দশমিক ৮৯ শতাংশ বেশি। তবে এবারের জানুয়ারির ৫২৪ কোটি ৬০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ১০ শতাংশ কম।

বৃহস্পতিবার এক প্রতিবেদননে এমনটাই জানিয়েছে রপ্তানি উন্নঢন ব্যুরো (ইপিবি)।

গত নভেম্বর ও ডিসেম্বর মাসেও ৫ বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি করতে পেরেছিল বাংলাদেশ। সবশেষ ডিসেম্বর মাসে ৫৩৬ কোটি ৫২ লাখ ডলার আয় হয় রপ্তানি থেকে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

জানুয়ারি মাস শেষে অর্থবছরের প্রথম সাত মাসে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪৪৭ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৮১ শতাংশ বেশি। আগের অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে রপ্তানি থেকে ২৯ দশমিক ৫৫ বিলিয়ন ডলার আয় হয়েছিল বাংলাদেশের।

ইউরোপ ও আমেরিকার বাজারে উচ্চ মূল্যস্ফীতির কারণে গত চার মাস ধরেই দেশে ক্রয়াদেশ কমে যাওয়ার কথা বলে আসছিলেন প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের শিল্প মালিকরা। এর সঙ্গে দেশে গ্যাস-বিদ্যুতের সংকট যুক্ত হওয়ায় রপ্তানি খাতের দুরাবস্থা বোঝাতে জানুয়ারি মাসে রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তারা। তবে বাস্তবে তা ঘটেনি।

Share This Article


মার্চে রপ্তানি আয় ৫৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

জিডিপিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান হবে দ্বিতীয়: বিশ্বব্যাংক

লাকসামে বিশ্ব ব্যাংকের এলজিসিআরআরপি প্রশিক্ষণ

চালের দামও নির্ধারণ করে দেবে সরকার

মার্চের ২৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার

মার্চের ২৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার

ঈদের আগে কয়দিন ব্যাংক খোলা থাকবে জানাল কেন্দ্রীয় ব্যাংক

আজ রাতেই ভারত থেকে আসছে ১৬০০ টন পেঁয়াজ

ঈদের আগে তিনদিন ছুটিতে শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক

ক্ষুদ্র ঋণের কথিত জনক ইউনূসের ‘ক্ষুদ্র ক্ষুদ্র অনৈতিকতা’র খবর কি জানেন তারা?

রোববার থে‌কে মিলবে ঈদের নতুন নোট

নতুন টাকা পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়