গোপনে নির্বাচনী সমঝোতা করছে বিএনপির হাইকমান্ড!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:২১, সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ১৬ মাঘ ১৪২৯

নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টিতে প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ছাড় দিয়ে সংবিধানের সীমানায় মাঝামাঝি কোনো পন্থায় বিএনপি যাতে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই প্রক্রিয়া নিয়ে সরকারের সাথে গোপন সমঝোতার চেষ্টা করছে দলটি

দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় ধরে মাঠের বিরোধী দল বিএনপি 'তত্ত্বাবধায়ক সরকার' ছাড়া আর নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে গত বছরের জুলাই থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপনে প্রস্তুতি গ্রহণ করছে বলে জানা গেছে।

সূত্রমতে, মনোনয়নপত্র বিক্রির প্রস্তুতি নিতে দলটির হাইকমান্ড থেকে নির্দেশনা দেয়া হয়েছে। তবে হঠাৎ হাইকমান্ডের এমন সিদ্ধান্তে হতবাক দলটির নেতা-কর্মীরা। চলমান আন্দোলন কর্মসূচির কি প্রয়োজন ছিল, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলটির অভ্যন্তরে।

দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বলছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নিলে চলমান আন্দোলনের অর্থ কি? কেন আন্দোলনের নামে দলের কর্মীদের রাজপথে নামানো হয়েছে? হাইকমান্ডের কাছে এমন প্রশ্ন রাখেন বিএনপির তৃণমূলের নেতারা।  

জানা গেছে, প্রকাশ্যে সরকারবিরোধী আন্দোলন করলেও পর্দার আড়ালে নির্বাচনে অংশ নেয়ার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে দলটি। এ নিয়ে গোপনে চলছে সমঝোতাও। লন্ডন থেকে তারেক রহমান আগামী নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি বিভিন্ন মহলের সঙ্গে গোপনে যোগাযোগও করছেন। নাম প্রকাশ না করার শর্তে লন্ডন বিএনপির এক নেতা এসব তথ্য জানান।  

ওই নেতা আরও জানান, মূলত বিএনপি প্রকাশ্যে নির্বাচন না করার ঘোষণা দিলেও দলটির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতাই নির্বাচন করার পক্ষে। জাতীয় সংসদের বাইরে থেকে শুধু রাজপথের আন্দোলনে মত নেই তাদের। এমনকি সম্প্রতি বিএনপি নেতাদের সংসদ থেকে পদত্যেগের বিপক্ষেও তারা কথা বলেছিলেন। আর এ কারণেই এবার যেকোনও মূল্যেই নির্বাচনে অংশগ্রহণ জরুরী হয়ে পড়েছে।

তাই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টিতে প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ছাড় দিয়ে সংবিধানের সীমানায় মাঝামাঝি কোনো পন্থায় বিএনপি যাতে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই প্রক্রিয়া নিয়ে সরকারের সাথে গোপন সমঝোতার চেষ্টা করছে দলটি।

তবে সমালোচকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, রাজনৈতিক কারণে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির জন্য জরুরী হলেও, নির্বাচনে না গেলে তারেক রহমান নিজেও অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত হবেন। কেন না তার অর্থের অন্যতম উৎস মনোনয়ন বাণিজ্য। তাই প্রকাশ্যে 'এই সরকারের অধীনে আর নির্বাচন নয়' বললেও গোপনে দলটি নির্বাচনে অংশ গ্রহণের কৌশল অবলম্বন করেছে বলে মনে করছেন সমালোচকরা।

বিষয়ঃ বিএনপি

Share This Article

আমন্ত্রিত সাংবাদিকদের পিটিয়ে বিএনপি বিএনপির গণতন্ত্র চর্চা!

শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে জনগণ: কামরুল ইসলাম

প্রথম আলো’র অসত্য সংবাদ পরিবেশন : এডিটরস গিল্ড ও ঢাবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা

৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি পাকিস্তানে

শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার শামসুজ্জামান : পররাষ্ট্র মন্ত্রণালয়

বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে গণতন্ত্র মঞ্চের

‘শহরের ভেতরে নৌপথ যোগাযোগ উপযোগী হলে সড়কে যানজট কমবে’

নেদারল্যান্ডসের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ

সোনার দাম ফের বাড়ল, ভরি লাখ ছুঁই ছুঁই

বাংলাদেশ মাছ-মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদমন্ত্রী

শিশুর হাতে ১০ টাকা দিয়ে নিজের মতো খবর সাজিয়েছেন প্রথম আলোর সাংবাদিক

রাজনীতিতে উল্টো হাওয়া, বিএনপি এখন ভারতমুখী !

শওকত মাহমুদের পথে আছেন বিএনপির আরও অনেক রাঘববোয়াল!

প্রবাসে ভিপি নুরের জমজমাট ‘পদ বাণিজ্য’ ও ফান্ড কালেকশন!

বিএনপির ভোট বর্জনের তিক্ত ইতিহাস : দ্বাদশ নির্বাচন আদৌ বর্জন করবে কি দলটি?

গুরুত্ব বেড়েছে বাংলাদেশের, নির্বাচনেও পাশে থাকতে চায় ৩ 'সুপার পাওয়ার' দেশ

ভারতের পাতানো ফাঁদে বিএনপি!

যে কোন পদক্ষেপ নিতে নির্ভীক শেখ হাসিনা ক্ষমতায় আসবেন চতুর্থ মেয়াদে : ব্লুমবার্গ

ভারত ইস্যুতে বিভক্ত বিএনপির নীতি নির্ধারকরা

প্রথম আলোর 'মিস ইনফরমেশন':ভুল স্বীকার যথেষ্ট কি?


ভারতের পাতানো ফাঁদে বিএনপি!

বিএনপিকে এড়িয়ে নির্বাচনে যাবে কি জামায়াত?

রাজনীতিতে উল্টো হাওয়া, বিএনপি এখন ভারতমুখী !

গুরুত্ব বেড়েছে বাংলাদেশের, নির্বাচনেও পাশে থাকতে চায় ৩ 'সুপার পাওয়ার' দেশ

শওকত মাহমুদের পথে আছেন বিএনপির আরও অনেক রাঘববোয়াল!

শিশুর হাতে ১০ টাকা দিয়ে নিজের মতো খবর সাজিয়েছেন প্রথম আলোর সাংবাদিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখা বাইডেন'র চিঠিতে 'জয় বাংলা'!

যে কারণে বঙ্গবন্ধু পেলেন ‘বিশেষ সাহিত্য পুরস্কার’

বিএনপির ভোট বর্জনের তিক্ত ইতিহাস : দ্বাদশ নির্বাচন আদৌ বর্জন করবে কি দলটি?

বাংলাদেশ এশিয়ায় নেতৃত্বদাতা দেশে পরিণত হয়েছে :মার্কিন যুক্তরাষ্ট্র

এলাম, দেখলাম এবং জয় করলাম’: খালেদা জিয়া নাকি শেখ হাসিনা

হজ প্যাকেজের মূল্য বৃদ্ধির কারণ কি