প্রধানমন্ত্রীর জনসভা : স্লোগানে মুখর রাজশাহী নগরী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২৪, রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১৫ মাঘ ১৪২৯

দীর্ঘ পাঁচ বছর পর আজ রবিবার এক দিনের সফরে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। এ সময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজশাহী নগরী।

 

রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী প্রথমে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী প্রশিক্ষণের কুচকাওয়াজে অংশ নেবেন। এরপর দুপুর আড়াইটায় জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

এদিকে, সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেওয়া হয়েছে। তবে তার আগে থেকেই রাজশাহী নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মাদরাসা মাঠে প্রবেশের মূল ফটোকে হাজার হাজার নেতাকর্মীর জটলা দেখা গেছে। একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে পরেছেন নানা রংয়ের গেঞ্জি ও টুপি। স্লোগান ও বাদ্যযন্ত্রে জনসভাস্থলে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ লিমন বলেন, ‘রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নেতা-কর্মীরা মাঠে আসতে শুরু করেছে। বিভাগের আট জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে যোগ দেবেন। সকাল সাড়ে ৯টার মধ্যেই আমরা জনসভা শুরু করব। সকাল ১১টার দিকে কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠবেন।’

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


বিশ্ববাজারে সোনার দাম কমেছে

সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিলো সরকার

বিএনপি নেতা হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত

কেউ মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ব্যাংকে আমানত বেড়েছে ১০ দশমিক ৪৩ শতাংশ

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জিডিপি কমার পূর্বাভাসে চিন্তার কিছু নেই: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল

মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল

লেবাননে তিন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

দেশজুড়ে বইছে তাপপ্রবাহ, গরম আরও বাড়ার আভাস