বিশ্বের ৫১ দেশে মাছ রপ্তানি করছে বাংলাদেশ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৫৫, শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ১৩ মাঘ ১৪২৯

বৈপ্লবিক পরিবর্তন এসেছে দেশের মৎস সম্পদে। বর্তমানে দেশের চাহিদা পূরণ করে পৃথিবীর প্রায় ৫১টি দেশে মাছ রপ্তানি করছে বাংলাদেশ। এছাড়া দেশে গবাদিপশু উৎপাদনও বেড়েছে। ফলে এখন ভারত-মিয়ানমার থেকে আমদানি ছাড়াই কোরবানির পশুর চাহিদা মিটানো সম্ভব হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ।

 

মৎস্য ও প্রাণিসম্পদ খাত বেকারত্ব দূর করার পাশাপাশি তৈনি করছে উদ্যোক্তাও। মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনের ফলে খাদ্যের বড় অংশের যোগান দেওয়া সম্ভব হচ্ছে। মানুষের চাহিদা পূরণ হচ্ছে এ খাত থেকে। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের উন্নয়নের ভূমিকা রাখছে এ খাত।

মৎস খাত গ্রামীণ অর্থনীতিকেও সচল করছে। দেশের মোট জিডিপিতে ৪. ৪১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে ৩৮.৩৫ শতাংশ অবদান রাখছে মৎস্য ও প্রাণিসম্পদ খাত। চরাঞ্চলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প চলমান আছে। ১ কোটি ৯৫ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতে সম্পৃক্ত।

২৬ জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ এ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের মৎস সম্পদে এমন বৈপ্লবিক পরিবর্তন এসেছে বলেও জানান মন্ত্রী।

বিষয়ঃ খাদ্য

Share This Article


উপজেলা নির্বাচন বর্জন : লাভের চাইতে ক্ষতি বেশি বিএনপির!

উপজেলা নির্বাচন নিয়ে সংকটে বিএনপি: প্রকাশ্য বিদ্রোহ!

ফের কূটনীতিকদের দৌড়ঝাঁপ: ব্রিটিশ ও মার্কিন কূটনীতিকদের তৎপরতা শুরু!

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কি কমেছে?

দেশের মানুষের ‘নিরাপত্তা’ নিয়ে ইউনুসের দুশ্চিন্তা: সোশ্যাল মিডিয়ায় হাস্যরস!

মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল

আন্দোলন নিয়ে শরিকদের কোনো দিক নির্দেশনা দিতে পারছে না বিএনপি!

কখনোই যাকাত-ফেতরা দেননা ড. ইউনুস!

বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা ছিলো না বলেই সরকার পতন হয়নি: শিবির সভাপতি

পুরস্কার নিয়ে ড. ইউনূসের চালাকিতে ইউনেস্কোর বিস্ময়!

মুজিবনগর সরকারের দক্ষতায় ৯ মাসে হানাদার মুক্ত হয় বাংলাদেশ

সামরিক শাসকের অধীনে রাজনীতিতে যুক্ত হওয়া ইউনূসের মুখে গণতন্ত্র!