গল্পের আড়ালে জিয়ার আমলের যে সত্য বলে দিলেন ফখরুল

- জিয়ার শাসনামলে সাধারণ মানুষের ঘরে পানি থাকতো
- গল্পের আড়ালে সত্য স্বীকারোক্তি দিয়েছেন ফখরুল
- এখন আর হাওয়া ভবন থেকে ১০ % এর ডাক আসে না
সরকারে থাকাকালে দিনাজপুরে এক কৃষকের বাড়িতে গিয়ে খাবার চেয়েছিলেন জিয়াউর রহমান। অভাবে জর্জরিত দিনাজপুরের বৃদ্ধা জানান ঘরে কোন খাবার নেই। তখন জিয়া বলেন, তাহলে এক গ্লাস পানি দিন।
পানি দেয়ার পর জিয়া ওই বৃদ্ধাকে কটাক্ষ করে বলেন, আপনি আমাকে শুধু পানি দিলেন? জিয়ার কথা শুনে ওই বৃদ্ধার গাল বেয়ে পানি ঝরতে থাকে।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিয়ার শাসনামলে আমজনতার আর্থিক অবস্থা কেমন ছিল তা অকপটে স্বীকার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া তিনি এটাও স্বীকার করেন যে, বর্তমানে দেশে কোনো খাদ্য ঘাটতি নেই ।
সমালোচকরা বলছেন, গল্পের আড়ালে সত্য স্বীকারোক্তি দিয়েছেন মির্জা ফখরুল। এখন আর মানুষের কাছে হাওয়া ভবন থেকে ১০ % এর ডাক আসে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধামুক্ত দেশ গড়ার অঙ্গীকার শুধু অঙ্গীকারেই সীমাবদ্ধ থাকেনি। তার সফল বাস্তবায়ন হয়েছে। দেশের ১৮ কোটি মানুষের খাদ্য সংস্থান করেছেন শেখ হাসিনা।