রাবিতে ২ ছিনতাইকারীকে গণধোলাই, মোটরসাইকেলে আগুন

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৫৫, সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৯ মাঘ ১৪২৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছিনতাইকারীদের মোটরসাইকেল জ্বালিয়ে দেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।

 

ছিনতাইকারীরা হলেন- নগরীর কোর্ট স্টেশন এলাকার রবিউল ইসলামের ছেলে ফায়সাল আহমেদ (২০) এবং তেরোখাদিয়া এলাকার শাকিল উদ্দীনের ছেলে শাহীল আহমেদ ধ্রুব (২০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট দিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাইহানুল ফেরদাউস মোবাইলে কথা বলতে বলতে আসছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা ফোন নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে দৌড়াতে থাকেন রায়হান। তার চিৎকারে শহীদ জিয়াউর রহমান হলের সামনে বসে থাকা শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে ছিনতাইকারীদের ধরে এবং গণধোলাই দেন।

এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা হবিবুর রহমান হল সংলগ্ন মাঠে ছিনতাইকারীদের মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেন। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে ছিনতাইকারীদের প্রক্টর দপ্তরে নিয়ে যান। জিজ্ঞেসাবাদের পর ছিনতাইয়ের কথা স্বীকার করেন তারা। একইভাবে কিছুদিন পূর্বেও ক্যাম্পাসের এই রাস্তা থেকে মোবাইল ছিনতাই করেছেন বলেও জানান তারা। পরে স্বীকারোক্তি নেওয়ার পর ছিনতাইকারীদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‌‘আমরা ছিনতাইকারী ধরার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং উত্তেজিত শিক্ষার্থীদের কাছ থেকে তাদের ছাড়িয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তাই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

তিনি বলেন, ‘ক্যাম্পাসে মাঝেমধ্যেই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিছু নিয়ন্ত্রণ হচ্ছে, অনেকটা আমরা পারছি না। এই ব্যাপারে দ্রুতই কঠোর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। ’

জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন,‘বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই ছিনতাইকারীকে আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


আদালতে বোমা হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

খুলনায় এজলাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

নাশকতার মামলায় বিএনপির ৪৭ নেতাকর্মীর কারাদণ্ড

জঙ্গি নেতা বহুজাতিক কোম্পানির কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর গোসলের দৃশ্য ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ২

গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার

রাজনৈতিক অস্থিরতায় স্বর্ণ চোরাকারবারিরা সক্রিয়!

শাহজালালে ৭ কোটি টাকার সোনাসহ ৪ যাত্রী আটক

রাজমিস্ত্রির প্রেমে পড়ে কোটিপতি স্বামীকে ‘খুন’

কমলাপুরে ট্রেনে আগুন দেয়ার সময় আটক ১

গাইবান্ধায় হাত-পায়ের রগ কেটে যুবলীগ সভাপতিকে হত্যা

‘মুখে কাপড় বেঁধে ও নেমপ্লেট খুলে থানায় মারধর করে পুলিশ’