ওটিটিতে মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ-রাশ্মিকার ‘মিশন মজনু’

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৫৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৫ মাঘ ১৪২৯

কোভিড মহামারির পর থেকে মানুষ প্রেক্ষাগৃহে ফিরলেও বলিউডের বাজার আর আগের মতো নেই। কোভিডের পর গত দুই বছরে বিগ বাজেটের চলচ্চিত্রগুলো মুখ থুবরে পড়েছে বক্স অফিসে। তাই অনেক প্রযোজক ওটিটি রিলিজের দিকেই ঝুঁকছেন।

 বর্তমানে বলিউডের অনেক নির্মাতা সিনেমার প্রেক্ষাগৃহে মুক্তি এড়িয়ে যাচ্ছেন এবং ব্যাপক পরিসরে দর্শকদের কাছে পৌঁছানোর জন্য সরাসরি ওটিটি প্রিমিয়ার বেছে নিচ্ছেন। এবার সেই ওটিটির পথেই হাঁটলো আসন্ন চলচ্চিত্র ‘মিশন মজনু’র নির্মাতারা।

সিদ্ধার্থ মালহোত্রা ও রাশ্মিকা মান্দানা অভিনীত ‘মিশন মজনু’ ২০ জানুয়ারি ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে।

‘মিশন মজনু’ একটি গুপ্তচরবৃত্তি থ্রিলার যা ১৯৭০ এর দশকের প্লটে নির্মিত। সিনেমাটিতে সিদ্ধার্থ মালহোত্রাকে একজন ভারতীয় গোয়েন্দা এজেন্ট আমানদীপ অজিতপাল সিং-এর ভূমিকায় দেখা যাবে, যিনি সীমান্তবর্তী দেশগুলোর পারমাণবিক ক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য দর্জি হিসেবে গোপনে পাকিস্তানে যান। থ্রিলার চলচ্চিত্রটিতে সিদ্ধার্থের দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশ্মিকা মান্দানা।

‘মিশন মজনু’ পরিচালনা করেছেন পরিচালক শান্তনু বাগচী।  এতে আরো অভিনয় করেছেন শারীব হাশমি, পারমিত শেঠি এবং মীর সারওয়ার।

বিষয়ঃ তারকা

Share This Article