ঢাকা এসে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে প্রশ্ন তুললেন শ্রীলেখা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪২, মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৩ মাঘ ১৪২৯

কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র এখন ঢাকায়। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে শ্রীলেখা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ গতকাল প্রদর্শিত হয়।

 

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। ঢাকা এসে শ্রীলেখা বলেন, ‘আমার প্রথম পরিচালিত ছবির আন্তর্জাতিক প্রিমিয়ার হচ্ছে। তাও আমার ভালোবাসার শহর ঢাকায়- এটা আমার কাছে বিরাট পাওয়া। কত নির্মাতা আছে তারা কত ছবি করেছে কিন্তু এইরকম একটা প্লাটফর্মে তাদের ছবি নেই। এটা অবশ্যই আমার জন্য বিশাল পাওয়া। এখানে আলাদা করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র নামটি ম্যাটার করেনি। ম্যাটার করেছে নির্মাণ। কোনো তদবির করে পাওয়া হয়নি।’


এদিকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের প্রশংসা করলেও এই অভিনেত্রী প্রশ্ন তুলেছেন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের জুরি বোর্ডের। এ প্রসঙ্গে শীলেখা বলেন, ‘আমার শহরে আমাদের ছবির প্রদর্শনীতে আমার ছবি সিলেক্ট হবে না, এমন ধারণা আগেই ছিল। হয়ওনি। তাই ঢাকায় নিজের ছবি নিয়ে আসা। সব নিয়ম মেনেই ঢাকার এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা জমা দেই এবং সিলেক্ট হয়। তবে এখানে একটা বিষয় যোগ করব- সেটা হচ্ছে আমি কলকাতার মেয়ে। আমার জন্মস্থানও বাংলাদেশ নয়, কলকাতা। তবে বাবার বাড়ি বাংলাদেশে। তাই আমার মনে হচ্ছে, ঢাকার লোকজন হয়তো আমাকে একটু বেশি ভালোবাসেন।  ওখানে যারা চলচ্চিত্র মূল্যায়ন করে তাদের চলচ্চিত্র মূল্যায়ন করার ক্ষমতার ওপর আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। তাদের মূল্যায়ন করার মতো যোগ্যতা আছে কিনা সেটাও প্রশ্নসাপেক্ষ।’

শ্রীলেখা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত ঢাকা থাকবেন। আগামী ২১ জানুয়ারি তার অভিনীত আরেকটি সিনেমার প্রদর্শনী হবে।

বিষয়ঃ তারকা

Share This Article

পর্যাপ্ত বিনিয়োগ সংগ্রহ করতে না পারায় প্রথম স্ত্রী রুশ তরুণী 'ফরোস্টেনকো’কে ডিভোর্স দেন ইউনূস!

এবার পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা

ড. ইউনূস ও তার স্ত্রীর নামে আলিশান বাড়িসহ দেশে-বিদেশে বিপুল সম্পদের খোঁজ!

আগুনে ছুড়ে ফেলা রিজভীর শালটি ভারতের নয়, দেশীয় খাদি শাল

বিনা চিকিৎসায় মারা যান গ্রামীণ ব্যাংকের প্রথম ঋণগ্রহীতা সুফিয়া খাতুন

এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী

জিএম কাদেরকে শত কোটি টাকার লিগ্যাল নোটিশ

‘যারা পণ্য বর্জনের ডাক দিয়েছেন, তাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি পরেন’

গণহত্যা দিবসে সমাবেশ করবে আওয়ামী লীগ

স্বাধীনতার ঘোষণাপত্র পাল্টে যেভাবে নিজের নামে চালিয়েছেন মেজর জিয়া