ঢাকার উৎসবে আজ ‘হাওয়া’

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৪৯, সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ২ মাঘ ১৪২৯

রাজধানীতে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’র ২১তম আসর বসেছে। ৯ দিনব্যাপী এই উৎসবের তৃতীয় দিন আজ সোমবার। আর দেশের দর্শকরা আজ দেখতে পারবেন বহুল আলোচিত বাংলা সিনেমা ‘হাওয়া’। উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শিত হবে এটি।

 

গত বছরে মুক্তি পাওয়া বাংলাদেশের সবচেয়ে আলোচিত সিনেমা ‘হাওয়া’। টানা কয়েক মাস ধরে দেশের চলচ্চিত্র অঙ্গনে আলোচনার শীর্ষে ছিল মেজবাউর রহমান সুমনের এই সিনেমাটি। সম্প্রতি এটি নিয়ে কলকাতার দর্শকদেরও মন জয় করেছে। আর সেখানে বাণিজ্যিক ভাবে প্রদর্শিত হচ্ছে এটি।

‘হাওয়া’র গল্প গভীর সমুদ্রের একটি ট্রলারের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন নিয়ে ঘটনা নিয়ে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খানসহ অনেকে।

নির্মাতা মেজবাউর রহমান সুমনের কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও সুমন নিজে। সিনেমার চিত্রগ্রাহক ‘মনপুরা’ খ্যাত কামরুল হাসান খসরু, সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লি.।

বিষয়ঃ তারকা

Share This Article