সেই ভিয়ারিয়ালকেই পেল রিয়াল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০০, সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ২৫ পৌষ ১৪২৯

স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে ২-১ গোলে হেরে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। কোপা ডেল রেরে প্রি-কোয়ার্টার ফাইনালেও সেই ভিয়ারিয়ালকেই প্রতিপক্ষ হিসেবে পেল কার্লো আনচেলত্তির দল। সেই তুলনায় সহজ প্রতিদ্বন্দ্বী পেয়েছে তাদের চিরশত্রু বার্সেলোনা। শেষ আটে ওঠার লড়াইয়ে জাভি হার্নান্দেজের বার্সা মুখোমুখি হবে তৃতীয় সারির ক্লাব কেউটার।

 

টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল বেটিসের জন্যও অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। নকআউট পর্বের এই ধাপে তারা মোকাবিলা করবে লা লিগা প্রতিদ্বন্দ্বী ওসাসুনাকে। গত বছরের এপ্রিলে ভ্যালেন্সিয়াক হারিয়ে প্রতিযোগিতার তৃতীয় শিরোপা জিতেছিল রিয়াল বেটিস। শনিবার রাতে স্নায়ুচাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ‘বড়’ দলগুলোর মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে লেভান্তের।

রিয়াল সোসিয়েদাদ লড়বে মায়োর্কার বিরুদ্ধে। গত আসরের রানার্সআপ ভ্যালেন্সিয়া এ যাত্রায় প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্পোর্টিং গিজনকে। আগামী ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি মাঠে গড়াতে পারে শেষ ষোলোর ম্যাচগুলো। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুই দলকেই শেষ বত্রিশের গ-ি পাড়ি দিতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। এবারের মৌসুমটা ?দুই দলের জন্যই পুরনো রাজত্ব উদ্ধারের উপলক্ষ। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল বার্সেলোনা ৩১ বার শিরোপা জিতেছে।

বিষয়ঃ তারকা

Share This Article