ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

ফাঁসির আসামির স্ত্রী কি অন্য কাউকে বিয়ে করতে পারবেন?

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১৭, শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ২৩ পৌষ ১৪২৯

প্রশ্ন : আমার স্বামীর ফাঁসির রায় হয়েছে। আমি সন্তানসন্ততি নিয়ে খুবই কষ্টে নিঃসঙ্গ জীবনযাপন করছি। এ অবস্থায় কি আমি অন্য কাউকে বিয়ে করতে পারব?

 

উত্তর : আপনার স্বামীর ফাঁসি কার্যকর হওয়ার আগে বিয়ে করার অনুমতি ইসলামে নেই। স্বামীর ফাঁসি কার্যকর হওয়ার চার মাস দশ দিন পর আপনি অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারবেন।

তবে আপনার স্বামী যদি আপনাকে তালাক দিয়ে দেন বা স্বামী কর্তৃকপ্রাপ্ত অধিকার বলে আপনি নিজের ওপর তালাক পতিত করে নেন, তাহলে ইদ্দত তথা তিন প্রিয়ড সমাপ্ত করার পর আপনি অন্যত্র বিয়ে করতে পারবেন।

আল্লাহ বলেন, আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদের ছেড়ে যাবে, তখন সে স্ত্রীদের কর্তব্য হলো নিজেকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা।

তারপর যখন ইদ্দত পূর্ণ করে নেবে, তখন নিজের ব্যাপারে নীতিসংগত ব্যবস্থা নিলে কোনো পাপ নেই। আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারেই আল্লাহ অবগতি রয়েছেন। [সূরা বাকারা-২৩৪]।

Share This Article