আজ কেনো পাকিস্তানীরাও একজন শেখ হাসিনা চান!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৪৩, সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ১৮ পৌষ ১৪২৯

পাকিস্তানের সাংবাদিক ও কলামিস্ট  ইমরান রিয়াজ খান সম্প্রতি বাংলাদেশী ও পাকিস্তানী মুদ্রার তুলনা করে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিলে সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।তার প্রেক্ষিতে আলোচনা শুরু হলে বাংলাদেশের মেট্রোরেল উদ্বোধনের পর প্রসঙ্গত সেটি নিয়েও আলোচনা শুরু হয় পাকিস্তানীদের মাঝে।এরপর একজন পাকিস্তানী ইউটিউবারও বাংলাদেশ-পাকিস্তানের  মুদ্রা ও পাশাপাশি মেট্রো রেল নিয়ে আলোচনা করতে যেয়ে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং 'একদিন পাকিস্তানও শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী পাবে' বলে মন্তব্য করেন।

জানা যায়,২৮ ডিসেম্বর ঢাকায়  মেট্রোরেল চালু হলে  বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানের সাধারণ মানুষও    মেট্রোরেলের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন। 
এমনকি দেশটির মানুষ মেট্রোরেলের ছবি পোস্ট করে ক্যাপশনে তাদের নেতাদের গালিগালাজ করছেন এবং বলছেন এটি বাংলাদেশের জন্য আরেকটি '১৬ ডিসেম্বর'।  

একটি ইউটিউব চ্যানেলে একজন পাকিস্তানী ইউটিউবার বলেছেন, ‘যে দেশকে আমরা দুই টাকার দেশ হিসেবে ভাবতাম, আজ তারা মেট্রোরেল চালু করেছে। যে দেশকে হেনরী কিসিঞ্জার বলছিলেন তলাবিহীন রাষ্ট্র,সেই  বাংলাদেশ পদ্মা সেতু তৈরি করেছে, তা আপনাদের অবশ্যই মনে আছে।হেনরি কিসিঞ্জার এখন কই?'

ওই ইউটিউবার আরও বলেছেন, ‘বিশ্বব্যাংক বলেছিলো বাংলাদেশ পদ্মা সেতু বানাতে পারবে না। আমরা সাহায্য করবো না। কিন্তু বাংলাদেশ সরকার ও জনগণ বিশ্বব্যাংকের ভবিষ্যত বানীকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে।'

'অন্যদিকে বাংলাদেশী মুদ্রা এখন পাকিস্তানী দুই দশমিক এক মুদ্রার সমান। তাহলে বলতে হচ্ছে, আমরা পাকিস্তানীরা এখন বাংলাদেশের দুই টাকার সমানও না।’

তিনি আরও বলেন, ‘যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশ এক নতুন মাইলফলক স্পর্শ করেছে।বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন অনেক খারাপ অবস্থায় ছিলো।কিন্তু এখন অবকাঠামো উন্নয়নে একেরপর এক রেকর্ড করছে। বাংলাদেশের মেট্রোরেল এখন পাকিস্তান এবং ভারতের মেট্রোরেলের চেয়েও অনেক এগিয়ে। পাকিস্তানের মেট্রোরেলের গতি ঘন্টায় ৫০, কলকাতার ২০, অন্যদিকে ঢাকার মেট্রোরেলের গতি ১০০ কিলোমিটার।

পাকিস্তানে ভাইরাল হওয়া ওই ইউটিউবার পরিশেষে বলেন, 'আশা আমাদের একটাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আমাদেরও একদিন প্রধানমন্ত্রী আসবে। তারা শুধু দেশের কথা ভাববে। ইনশাল্লাহ, বাংলাদেশের মতো একদিন আমরাও উন্নয়নের মহা সড়কে চলে যাবো।'

প্রসঙ্গত,এর আগেও বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে নিজ দেশের শাসকদের প্রতি ক্ষোভ ঝেড়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও প্রকাশ করেছেন পাকিস্তানের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরাও।

বিশ্লেষকরা বলছেন,আজ পাকিস্তানের সাধারণ মানুষ,এমনকি বিশিষ্টজনেরাও তাদের অতীতের ভুল বুঝতে সক্ষম হয়েছে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রসরতার কারণে।আর তারা এটাও বুঝতে পেরেছে , যে দেশ ও নেতার প্রতি পাকিস্তান অবিচার করেছিল সেই নেতার কন্যার কারণেই বাংলাদেশের নাম আজ সম্মানের সাথে উচ্চারিত হয়।তাই আজ শেখ হাসিনার মতো একজন যোগ্য নেতৃত্বই কামনা করছে পাকিস্তানের মানুষ।

বিষয়ঃ পাকিস্তান

Share This Article

মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর

কোনো প্রার্থীর প্রচারে থাকলে এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা: ইসি আলমগীর

‘প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা’

মার্কিন হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান-পাকিস্তানের

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে পাকিস্তানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

পাটশিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে : নানক

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা

উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভ

রাশিয়ায় দুর্নীতির অভিযোগে উপপ্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তার

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি হচ্ছে

নুরের সঙ্গে সাক্ষাৎ: বিস্ফোরক তথ্য দিলেন সাফাদি

যে কারণে বাংলাদেশের নির্বাচনে আমেরিকার নাক গলানো উচিত নয়: ইন্ডিয়া টুডে’র নিবন্ধ

নোবেল জয়ী ইউনূস : একজন সাদা মানুষের কালো অধ্যায়

গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের মাঝে অনাস্থা তৈরিতে দায়ী যে দুই সংবাদ মোড়ল

সাংবাদিকতার নামে শিশুকে এক্সপ্লয়েট করা জঘন্য অপরাধ: ড. সেলিম মাহমুদ

দুবাইয়ে আরাভের অঢেল সম্পদের নেপথ্যে কারা

ড. ইউনুসের অর্থপাচার এবং আর্থিক দুর্নীতি ও অন্যান্য অপরাধের বিবরণ

খালেদার জায়গা নিতে চান ফখরুল

চমকে দেওয়া পর্যটন রেল

অতি বাম অতি ডানগুলো সব এক হয়েছে: হানিফ

বাংলাদেশ নিজের শক্তিতে দাঁড়িয়েছে