ঘরে যেভাবে বিদ্যুৎ অপচয় রোধ করবেন

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫৫, বুধবার, ৬ জুলাই, ২০২২, ২২ আষাঢ় ১৪২৯

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি ও দেশে তীব্র গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এ অবস্থায় সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছে সরকার।

 

*ঘরে যেভাবে বিদ্যুৎ অপচয় রোধ করবেন :*

১। ঘরে হেলোজেন বাল্বের পরিবর্তে এনার্জি সেভার বাল্ব ব্যবহার করুন। এগুলো ৭৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হয়।

২। প্লাগে অযথা চার্জার লাগিয়ে রাখলেও বিদ্যুৎ খরচ হয়। প্রয়োজন না হলে সুইচ বন্ধ রাখুন।

৩। ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগে খরচ বেশি হতে পারে। তাই খারাপ সংযোগ সারিয়ে তুলুন।

৪। টিউব লাইটে ভালো মানের ইলেকট্রনিক্স ব্যালেষ্ট ব্যবহার করুন তাহলে বিদ্যুৎ বিল অনেক কমে যাবে।

৫। প্রয়োজন ব্যাতীত ওভেন, ফ্যান, পিসি ইত্যাদি বন্ধ রাখুন।

৬। ফ্যানে ইলেকট্রনিক্স রেগুলেটর ব্যবহারে বিদ্যুৎ বিলের খরচ বেঁচে যাবে।

৭। ওয়াশিং মেশিনে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়। তাই এটি বন্ধ রাখুন বা অতি প্রয়োজন ছাড়া ব্যবহার করবেননা  

৮। ফ্যান ছেড়ে কাপড় শুকানোর বদলে বারান্দা বা ছাদে মেলে দিন।

৯। এসির ফিল্টার ও রেফ্রিজারেটরের কয়েল বছরে অন্তত দু’বার পরিষ্কার রাখুন। তাহলে বিদ্যুৎ খরচ কমবে।

১০। ইস্ত্রিতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। তাই বাড়িতে কাপড় ইস্ত্রি করার বদলে দোকান থেকে করিয়ে আনুন।

১১। রাতে এসি না ছেড়ে ফ্যান ছেড়ে ঘুমান তাহলে বিদ্যুতের অপচয় রোধ হবে।

১২। পানি গরম করতে গিজার বা হিটার ব্যবহার কমিয়ে দিন।

১৩। হেয়ার ড্রায়ারের বদলে বাতাসেই শুকিয়ে নিন চুল। এতে করে বিদ্যুতের অপচয় কমবে।

১৪। ওভেন, মাইক্রোওয়েভ, রাইস কুকার, কারি কুকার ইত্যাদি একেবারেই বাধ্য না হলে ব্যবহার করবেন না।

১৫। নিয়ন গ্যাসীয় ডিম লাইট ও ইলেকনিং বেলাষ্ট ডিম লাইটে বেশি বিদ্যুৎ সাশ্রয় হয়।

১৬। ঘরের জানালাগুলো খুলে পর্দা সরিয়ে রাখুন। দিনের আলোয় কাজ করা অভ্যাস করুন।

১৭। বিভিন্ন উৎসব কিংবা বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত আলোকসজ্জা এড়িয়ে চলুন।

সর্বোপরি অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অযথা বৈদ্যুতিক বাতি জ্বালানো, রাস্তার বাতি সময়মতো বন্ধ না করাসহ নানাভাবে আমরা প্রতিনিয়ত বিদ্যুতের অপচয় করছি।

তাই আমাদের প্রত্যেকের গৃহস্থালি থেকে শুরু করে যাবতীয় কাজে বিদ্যুৎ ব্যবহারে আরও সচেতন হতে হবে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ নির্দেশনা

ড. ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চায় ইউনেসকো কমিশন

দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা: রেলমন্ত্রী

ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমোদন

যেভাবে ইউনূসের ‘চতুর ঋণ’র ফাঁদে পড়তো গ্রামীণ নারীরা

১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড

ঈদের আগেই শ্রমিকদের বেতন দেয়ার নির্দেশ

‘বিএনপি নেতাদের স্ত্রীরা যেন ভারতীয় শাড়ি না পরেন’

ইউনেসকোর সম্মাননা নিয়ে মিথ্যাচার ড. ইউনূসের!

পুরস্কার নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন ড. ইউনূস : শিক্ষামন্ত্রী

কোনো মেজরের বাঁশির ফু-তে বাংলাদেশ স্বাধীন হয়নি : প্রধানমন্ত্রী

পদ্মা সেতু পরিদর্শন করলেন ভুটানের রাজা