প্রতি বছর ৩০ ডিসেম্বর 'জাতীয় প্রবাসী' দিবস পালন করা হবে : মন্ত্রিপরিষদ সচিব

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১১, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১২ পৌষ ১৪২৯

প্রতি বছর ৩০ ডিসেম্বর 'জাতীয় প্রবাসী' দিবস পালন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

 

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। পরে বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এই তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতি বছর ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস (National Expatriates' Day)’ ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা বৈদেশিক কর্মসংস্থান এ বিষয়ক পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপান করা হবে। প্রথমবার সেজন্য হয়তো বেশি জাঁকজমকপূর্ণ না হলে দিবসটি উদযাপন করা হবে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article