অনুমোদন পেলো ব্রি উদ্ভাবিত ধানের নতুন ৩ জাত

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫৬, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১২ পৌষ ১৪২৯

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ধানের আরও তিনটি জাত অনুমোদন দিয়েছে। এর মধ্যে ব্রি-১০৩ আমন মৌসুম এবং ব্রি-১০৪ ও ব্রি হাইব্রিড-৮ বোরো মৌসুমের জন্য অবমুক্ত করা হয়েছে।

 

 

সোমবার (২৬ ডিসেম্বর) জাতীয় বীজবোর্ডের ১০৮তম সভায় অনুমোদন দেওয়া হয়। কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরসহ মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়ে, নতুন উদ্ভাবিত ব্রি-১০৩ আমন মৌসুমের একটি জাত। এ জাতটির পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১২৫ সেন্টিমিটার। ডিগ পাতা খাড়া। দানা লম্বা ও চিকন। ১ হাজার পুষ্ট ধানের ওজন প্রায় ২৩.৭ গ্রাম। ধানে অ্যামাইলোজের পরিমাণ ২৪ শতাংশ। জাতটির গড় জীবনকাল ১৩২ দিন। গড় ফলন প্রতি হেক্টরে ৬.২ টন। উপযুক্ত পরিচর্যা পেলে জাতটি প্রতি হেক্টরে ৮.০ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম।

ব্রি-১০৪ এ আধুনিক উফশী ধানের সব বৈশিষ্ট্য বিদ্যমান। এ জাতের ডিগ পাতা খাড়া, প্রশস্ত ও লম্বা, পাতার রং সবুজ। পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ৯২ সেন্টিমিটার। জাতটির গড় জীবনকাল ১৪৭ দিন। ১ হাজারটি পুষ্ট ধানের ওজন গড়ে ২১.৫ গ্রাম। এ জাতের ধান বাসমতি টাইপের তীব্র সুগন্ধি যুক্ত। দানায় অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৯.২ শতাংশ। এছাড়া প্রোটিনের পরিমাণ শতকরা ৮.৯ শতাংশ এবং ভাত ঝরঝরে। এ জাতের জীবনকাল ব্রি-৫০ এর প্রায় সমান। গুণগত মানও ভালো। হেক্টরে গড় ফলন ৭.২৯ টন। উপযুক্ত পরিবেশে সঠিক ব্যবস্থাপনা করলে এ জাতটি হেক্টরে ৮.৭১ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয়।

ব্রি হাইব্রিড-৮ বোরো মৌসুমের জাত। জাতটির গাছের উচ্চতা ১১০-১১৫ সেন্টিমিটার। প্রতি গোছায় গড় কুশির সংখ্যা ১০-১২টি। দানার পুষ্টতা ৮৮.৬ শতাংশ। জীবনকাল ১৪৫-১৪৮ দিন। ফলন প্রতি হেক্টরে ১০.৫-১১ টন। বোরো মৌসুমে বীজ উৎপাদনের সক্ষমতা প্রতি হেক্টরে ১.৮-২.২ টন।

 

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


রঙিন ফুলকপিতে সয়লাব কুমিল্লার ১৭ উপজেলা

গোপালগঞ্জে ৫ লাখ ২০ হাজার টন বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বিদ্যুৎ সাশ্রয়ে সেচ কার্যক্রম রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত চালানোর অনুরোধ

নাজিরপুরে জমে উঠেছে ভাসমান সবজির বাজার

৮৫ কোটি টাকার শিম রপ্তানি

কৃষিপণ্যের মধ্যস্বত্বভোগীদের ধ্বংস করা হবে : কৃষিমন্ত্রী

মেহেরপুরে রবিশস্য চাষে নতুনমাত্রা যোগ করেছে সূর্যমুখী

পিঁয়াজ রোপণে ব্যস্ত কৃষক

১৭৯ হেক্টর অনাবাদি জমিতে চাষাবাদ বেড়েছে

‘কৃষি সেচে জ্বালানি তেল নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে’

গ্রীষ্মকালীন পিঁয়াজ চাষে লাভবান কৃষক

বৈচিত্র্যময় সবুজ ফসলের সমারোহ টাঙ্গাইলের যমুনার চরে