কলকাতার মঞ্চে অমিতাভ-শাহরুখদের সঙ্গে চঞ্চল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:২৭, শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ১ পৌষ ১৪২৯

বৃহস্পতিবার বিকেলে শুরু হয়েছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এর উদ্বোধনী অনুষ্ঠানেই উপস্থিত হলেন ভারতীয় গুণী চলচ্চিত্র শিল্পীরা। উৎসবের বেশ কিছু ছবিতে দেখা গেল মঞ্চের মধ্যমণি হয়ে বসে আছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, পাশে জীবনসঙ্গী জয়া বচ্চন। একই সারিতে আছেন বলিউড বাদশা শাহরুখ খান, প্রখ্যাত প্রযোজক মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, কুমার শানুর মতো গুণীজনরা। ঠিক একই সারিতে দেখা গেল বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীকেও।

 

পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে কলকাতা ২৮তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে উপস্থিত হয়েছেন চঞ্চল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রানী মুখার্জি, সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিং এবং রঞ্জিত মুখোপাধ্যায়ের মতো নামজাদা শিল্পীরাও।


মঞ্চের একেবারে সামনের সারিতে ভারতীয় গুণীজনদের সঙ্গেই বসেছিলেন চঞ্চল চৌধুরী। এক সময় ঘোষণা আসে চঞ্চল চৌধুরীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়ার। দায়িত্ব পরে কলকাতার তারকা অভিনেতা আবীর চ্যাটার্জির ওপর। এ সময় আসন থেকে মঞ্চের মাঝখানে উঠে আসেন চঞ্চল। এক ফাঁকে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গেও কুশল বিনিময় করতে দেখা যায় চঞ্চলকে।

কলকাতা আন্তর্জাতিল চলচ্চিত্র উৎসবে ৪২টি দেশের মোট ১ হাজার ৭৮টি সিনেমা প্রদর্শিত হবে এবার। এর মধ্যে বাংলাদেশেরও ৩টি ছবি রয়েছে। যার একটি মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। শুধু উৎসবে নয়, ভারতের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। শুক্রবার (১৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাচ্ছে। এরপর ৩০ ডিসেম্বর পুরো ভারতেই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছে এর ভারতীয় পরিবেশক রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।

বিষয়ঃ তারকা

Share This Article