জার্সি গায়ে অস্ত্রধারীর আসল পরিচয় ফাঁস!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৩২, শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ২৪ অগ্রহায়ণ ১৪২৯

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে গত ৮ ডিসেম্বর বিকেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। সেখানে শটগান হাতে আর্জেন্টিনার জার্সি পরা এক যুবককে দেখা যায়, যা সামাজিক যোগাযোগ  মাধ্যমে ভাইরাল হয়। বিএনপি নেতাকর্মীরা একে ছাত্রলীগের কর্মী হিসেবে ফেসবুকে উপস্থাপন করতে শুরু করে।এমনকি বিএনপি নেতা ও সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেনও অস্ত্রধারী ব্যক্তিকে ছাত্রলীগ কর্মী হিসেবে আখ্যায়িত করেন। শুরু হয় সমালোচনা।
 

তবে সব জল্পনা-কল্পনা শেষে জার্সি গায়ে সেই অস্ত্রধারী ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি ছাত্রলীগের কর্মী নন। তার নাম মাহিদুর রহমান। রাজধানীর পল্টন থানায় দায়িত্বরত আনসার সদস্য।

 

গণমাধ্যমে পরিচয় নিশ্চিত করে মাহিদুর নিজেই  বলেন, বিএনিপি কার্যালয়ের সামনে সংঘর্ষ বাধলে হঠাৎ এলার্ম বেজে উঠায় আমি সেই মুহূর্তে জার্সি পরা অবস্থায় সেখানে অংশ নেই। মানুষের জানমালের নিরাপত্তায় আমাদের উপর নির্দেশ ছিল, এলার্ম বাজলে যে যেভাবে থাকবে সেভাবেই অংশ নিতে হবে। আমি সেটাই করেছি। এমনকি তাড়াহুড়ো থাকায় আমি বুলেটপ্রুফ জ্যাকেটও পরতে পারিনি।

গুজবের বিষয়ে তিনি বলেন, ডিউটির সময়তো আমিই থাকবো। এখানে আমার জায়গায় অন্য কেউ থাকার সুযোগ নেই।  

এর আগে পল্টন মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিরণ্ময় বারুরী গণমাধ্যমে একই তথ্য নিশ্চিত করে বলেছিলেন, নিয়ম হলো—যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে নিরাপত্তার জন্য আমরা যে যেভাবেই থাকি কিংবা যে কাপড়েই থাকি না কেন পরিস্থিতি সামাল দিতে নামতে হয়। ওই আনসার কর্মকর্তা হয়তো তখন আর্জেন্টিনার জার্সি পরা ছিল। জার্সি পরা অবস্থায় জরুরিভিত্তিতে সে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে। এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।

Share This Article


মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর

কোনো প্রার্থীর প্রচারে থাকলে এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা: ইসি আলমগীর

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

পাটশিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে : নানক

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

র‌্যাবের ১২তম মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম

প্রচণ্ড গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সতর্ক থাকার পরামর্শ

প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাচ্ছেন আজ

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন করা হয়েছে : প্রধানমন্ত্রী