১০ ডিসেম্বরের পরিকল্পনায় তারেক-ইশরাকের চ্যাটিং ফাঁস !

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৩২, মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ২১ অগ্রহায়ণ ১৪২৯

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা সমাবেশকে কেন্দ্র করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন ইশরাক হোসেন। সম্প্রতি ফেসবুকে তাদের সেই কথোপকথনের চ্যাটিং ফাঁস হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

এই কথোপকথনটি হয়েছিল দু’জনের নিজস্ব ছবি সংযুক্ত ভেরিফাইড ফেসবুক প্রোফাইলের  মেসেঞ্জারে। আইডি’র একটির নাম ‘তারেক রহমান’ ও অন্যটি ‘ইশরাক হোসেন’।

কথোপকথনটি হুবুহু তুলে ধরা হলো :

তারেক রহমান : ইশরাক নেতাকর্মীদের কি খবর?

ইশরাক হোসেন : জ্বি স্যার, অনেক ভালো আলহামদুলিল্লাহ। প্রত্যেক নেতাকর্মীদের মধ্যেই শক্তিশালী মনোবল তৈরি হয়েছে। আপনি ঘোষণা দিলেই রাজপথ দখল হবে।

তারেক রহমান : ইশরাক যেকোনো মূল্যে ১০ ডিসেম্বরের সমাবেশটা সফল করতেই হবে। তোমার উপর কিন্তু অনেক দায়িত্ব।

ইশরাক হোসেন : জ্বি স্যার, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন করবো।

তারেক রহমান: শোনো ইশরাক সমাবেশে আমাদের নেতাকর্মীদের উপর পুলিশ বাধা দিতে পারে। যেসব পুলিশ সদস্যরা এটা করবে তাদের চিনে রাখবে এবং নাম লিস্টে তুলে রাখবে।

ইশরাক হোসেন : জ্বি অবশ্যই, এ যাবৎকালে যত পুলিশ আমাদের হামলা করেছে তাদের সবার লিস্ট আছে।

তারেক রহমান: ঢাকার প্রবেশ মুখগুলোতে নেতাকর্মীরা যেন থাকে। বাহির থেকে যারা আসবে তারা যেন বাধাপ্রাপ্ত না হয়। এ জন্য সবাই দলবদ্ধ হয়ে থাকবে। দলবদ্ধ থাকলে প্রতিহত করতে সহজ হবে।

ইশরাক হোসেন : জ্বি দলবদ্ধ থাকবো, আর বাধা প্রতিহত করার জন্য লাঠি-সোটাসহ যা যা সরঞ্জাম লাগে সংগ্রহে রাখবো।

তারেক রহমান: যেসব কর্মীরা দূর থেকে আসবে তাদের সবার খাবারের ব্যবস্থা করবে। খুব সাবধান, বিশৃঙ্খলা হতে দেবে না।
ভালো থেকো ইশরাক। আপাতত এই দায়িত্বগুলো থাকলো তোমার উপর। পরে আবার কথা হবে ইনশাল্লাহ।

ইশরাক হোসেন : আপনিও ভালো থাকবেন। ১০ ডিসেম্বর কি হয় আমরা আপনাকে ‘টাইম টু টাইম’ জানাবো। আল্লাহ হাফেজ।

উল্লেখ্য, বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে তারেকের নির্দেশে অস্ত্র ও ক্যাডারদের আমদানির খবরও পাওয়া যাচ্ছে। একে সহিংসতার ইঙ্গিত  বলছেন সমালোচকরা। ফলে ওই দিন রাজধানীতে কি হবে, এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে জনমনে।

Share This Article


মুজিবনগর সরকারের দক্ষতায় ৯ মাসে হানাদার মুক্ত হয় বাংলাদেশ

সামরিক শাসকের অধীনে রাজনীতিতে যুক্ত হওয়া ইউনূসের মুখে গণতন্ত্র!

ফের বিএনপি জামায়াত সম্পর্ক: উদ্বিগ্ন বিদেশি কূটনীতিকরা

বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ হলে বাড়বে গোপন তৎপরতা, মত শিক্ষাবিদদের

প্রসঙ্গ বুয়েট: ছাত্র রাজনীতি বন্ধের প্রচেষ্টা দেশের জন্য স্থায়ী অকল্যাণ বয়ে আনবে

বেগম জিয়ার ঘনঘন ‘ফিরোজা টু এভার কেয়ার’ রহস্য উন্মোচন!

যে কারণে অপসারণের আগেই গ্রামীণ ব্যাংক ছাড়তে চেয়েছিলেন ড. ইউনূস

মঈনুদ্দিন-ফখরুদ্দিন নয়, 'মাইনাস টু ফর্মুলা’র জনক ছিলেন ইউনূস!

ড. ইউনূসের পক্ষে আইনকানুন ও যুক্তির ব্যবহার নেই, আছে আবেগের বাড়াবাড়ি

আর রাখঢাক নয়: ফের প্ৰকাশ্য হচ্ছে বিএনপি-জামায়াত সম্পর্ক!

ঈদকে সামনে রেখে আগত মৌসুমী ভিক্ষুকদের সাথে রিজভীর সাক্ষাৎ!

শামীম ইস্কান্দারের প্রশ্ন : খালেদা জিয়ার স্বার্থেই কি বিএনপি নির্বাচনে যেতে পারতোনা?