নেইমারসহ যেমন হতে পারে ব্রাজিলের একাদশ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১১, সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ২০ অগ্রহায়ণ ১৪২৯

নেইমার ফিরছেন সেই বার্তায় স্বস্তি আছে ব্রাজিল শিবিরে। তবে ক্যামেরুনের বিপক্ষের হারের স্মৃতিও নিশ্চিত আছে তিতের মাথায়। তিনি সে বিষয়ে আগেই শিষ্যদের সতর্ক করেছেন।

 

বিশ্বকাপ শুরুর পর থেকেই একের পর এক চোটে জর্জরিত ব্রাজিল দল। সার্বিয়ার বিপক্ষের আসরের প্রথম ম্যাচেই গোড়ালিতে চোট পান নেইমার ও দানিলো। ফলে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে খেলতে পারেননি দুজন। তবে ভক্ত-সমর্থকদের জন্য আশার খবর হলো, তারা ফিরছেন এশিয়ার দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে। সেখানে লেফট ব্যাক পজিশনে দেখা যেতে পারে দানিলোকে। ব্রাজিল কোচ তিতের কথায় তেমন আভাসই মিলেছে।

ইতালিয়ান ক্লাব জুভান্তাসের ৩১ বছর বয়সী দানিলো মূলত রাইট ব্যাক। তবে সেন্টার ব্যাক ও লেফট ব্যাকে খেলতে পারেন তিনি। এমনকি মাঠে সেন্টার মিডফিল্ডার হিসেবেও দেখা গেছে তাকে। জুভরা চলমান মৌসুমে সাধারণত একাদশে তিনজন সেন্টার ব্যাক নিয়ে খেলছে। আর সান্দ্রো বেশ কয়েকটি ম্যাচে ছিলেন সেই ফরমেশনের বাঁ দিকে।
ব্রাজিলের লেফট ব্যাকের বর্তমান শূন্যস্থান দানিলো পূরণ করলে রাইট ব্যাকে খেলবেন এদার মিলিতাও। যদিও তিনি মূলত সেন্টার ব্যাক। তবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে রাইট ব্যাকে প্রায়ই তাকে খেলতে দেখা যায়। তাছাড়া, ২৪ বছর বয়সী তারকা গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে এই পজিশনে খেলেছিলেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

অ্যালিসন; এদার মিলিতাও, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, দানিলো; লুকাস পাকেতা, কাসেমিরো; রাফিনহা, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র; রিচার্লিসন।

বিষয়ঃ ফিফা

Share This Article