১০ ডিসেম্বর : সমাবেশস্থল না ছাড়ার নির্দেশ বিএনপি কর্মীদের!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:১৪, সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ২০ অগ্রহায়ণ ১৪২৯

আগামী ১০ ডিসেম্বর বেশ ভালো ভাবেই মাঠে নামতে চাচ্ছে বিএনপি। সেদিনই চুড়ান্ত কোন রেজাল্ট নিয়ে ঘরে ফিরতে চায় তারা। সে লক্ষ্যে বিস্তর পরিকল্পনাও সাজিয়েছে দলটি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সমাবেশ স্থল ছেড়ে না যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে বলা  হচ্ছে নেতাকর্মীদের। সমাবেশের দিন নেতার নির্দেশ ছাড়া সমাবেশস্থল ত্যাগ না করার নির্দেশনা দেয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত কর্মীসভাগুলোতে লোক এনে নয়াপল্টনের আশপাশে বিজয়নগর, কাকরাইল, পল্টন মোড়, মিন্টো রোড, মৎস্যভবন মোড় এবং মতিঝিল এলাকায় অবস্থান নিতে বলা হয়েছে।

শুধু তাই নয় ঢাকার বাইরে থেকে যারা আসবে তাদের নিয়ে ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পুরো রাজধানীকে  অচল করে দেয়ার একটা পরিকল্পনাও আছে । লক্ষলক্ষ মানুষের পদভারে সেদিন ঢাকার রাজপথ যানজটের কবলে পড়ে অচল হয়ে যাবে এমন পরিস্থিতির বিষয়ে উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনী।

সমালোচকরা বলেন, ঢাকা সমাবেশে বিএনপির নয়াপল্টনে সমাবেশ করার একগুয়েমিতায় সুস্পষ্ট  যে, ১০ ডিসেম্বর বিএনপি পুরো ঢাকা শহরকে অবরুদ্ধ করে একটি সহিংস পরিস্থিতি তৈরি করার ছক কষছে। সুতরাং এটা সুস্পষ্ট যে, ১০ ডিসেম্বরকে ঘিরে একটি ভয়ংকর পরিকল্পনায় সামনে এগুচ্ছে দলটি।

বিষয়ঃ বিএনপি

Share This Article


বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, ক‌মি‌টি গঠন

জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি

বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির

‘সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না’

সারাদেশে হিটস্ট্রোকে সাতজনের প্রাণহানি

দুবাইয়ের বন্দরে পৌঁছেছে এমভি আবদুল্লাহ, নাবিকরা সুস্থ

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

তীব্র গরমে রোগী ভর্তি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

কি ঘটেছিলো ফরিদপুরে:সাম্প্রদায়িক অস্থিতিশীলতা চাইছে কারা?

জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে কাদেরের চ্যালেঞ্জে বেকায়দায় বিএনপি!

সব উপজেলায় একটি করে মিনিস্টেডিয়াম নির্মাণ করছে সরকার: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে