পেলেকে ছাড়িয়ে এমবাপ্পের ২ রেকর্ড

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:২৩, সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ২০ অগ্রহায়ণ ১৪২৯

গতির সাথে ড্রিবলিং; কিলিয়ান এমবাপ্পে মানেই প্রতিপক্ষের রক্ষণ ভেঙে চুরমার। এজন্যই হয়তো পোলিশ এক ফুটবলার ম্যাচের আগেই বলেছিলেন, এমবাপ্পের গতি আটকাতে তাদের স্কুটার লাগতে পারে।

সেই কথাই যেন সত্যি হলো, মেসির পেনাল্টি আটকানো পোলিশ গোলকিপার সাজনিও এই তরুণের গোল আটকাতে পারেননি।

পোল্যান্ডের বিপক্ষের গোলেই নতুন রেকর্ড গড়েছেন এমবাপ্পে। ছাড়িয়ে গেলেন দুই কিংবদন্তি পেলে ও ইউজেবিওকে।

দোহার আল থুমামা স্টেডিয়ামে রোববার শেষ ষোলোয় পোল্যান্ডের বিপক্ষে ৭৪তম মিনিটে দারুণ গোলে ইতিহাসের পাতায় নাম লেখান এমবাপে।

বিশ্বকাপে এটা এমবাপ্পের অষ্টম গোল। বয়স ২৪ বছর হওয়ার আগে বিশ্ব সেরার মঞ্চে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে পেলেকে (৭) ছাড়িয়ে এককভাবে চূড়ায় বসেন তিনি।

একই সঙ্গে ভেঙে দেন পর্তুগিজ গ্রেট ইউজেবিওর সবচেয়ে কম বয়সে বিশ্বকাপের আট গোলের রেকর্ডও। ২৪ বছর ১৮২ দিন বয়সে ৮টি গোল করেছিলেন ইউজেবিও। এমবাপ্পে করলেন ২৩ বছর ৩৪৯ দিন বয়সে।

পোলিশদের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে যোগ করা সময়ে আরেকটি গোল করেন এমবাপ্পে। বিশ্বকাপে এখন তার গোল সংখ্যা নয়।

Share This Article