ভারতের এটাই সবচেয়ে ভীতু দল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩৪, রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১৯ অগ্রহায়ণ ১৪২৯

পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে এসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, স্রেয়াশ আইয়ার, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদবদের মতো অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ সফরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সমালোচনার মুখে পড়েছে ভারত।

 

ভারতের ব্যাটিং দেখে তুমুল ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, হারের ঝুঁকি সত্ত্বেও ব্যাজবলের মতাদর্শে অনড় থাকার জন্য বেন স্টোকস-ব্রেন্ডন ম্যাককালামকে সেলাম। অন্যদিকে নয়া যুগের আগ্রামী মনোভাব নিয়ে মুখে শুধু বলে যান, বাস্তবে কোনো পাওয়া যায় না।

অপর একজন বলেন, গত তিন দশকে এটা ভারতের সবথেকে ভীতু, স্পিরিটহীন দল। আমাদের দলের ধারাবাহিকতা নেই একেবারে। কখনো কখনো বাংলাদেশের কাছে হেরে যায়। কখনো কখনো ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে যায়।

এক নেটিজন আবার কটাক্ষ করে বলেন, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একটা মিল আছে। পরিস্থিতি যাই হোক না কেন, বিপক্ষের বোলিং যেমনই হোক না, দুই দলেরই মানসিকতা এক থাকে। ভাবনার বিষয়। একজন আবার বলেন, আজকে প্রথম ২০ ওভারে বেশি রান করবে? একদিনের ক্রিকেটে ভারত নাকি টেস্ট ইংল্যান্ড?০

এক কমেডিয়ান বলেন, আপনি যদি ভারত বনাম বাংলাদেশ ম্যাচ না দেখে অন্য কিছু করছেন, তাহলে অন্য কিছুটাই করতে থাকুন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিষয়ঃ ভারত

Share This Article